কৃষক আন্দোলনের জের, এনডিএ ছাড়ল আরএলপি
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রায় একমাস ধরে আন্দোলনে বসে রয়েছেন কৃষকরা। এখনও বের হয়নি কোনও সমাধান। কৃষকদের আন্দোলনের জেরে এবার এনডিএ ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিল রাজস্থানে বিজেপির গুরুত্বপূর্ণ শরিক জোটসঙ্গী রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি । শনিবার এই সিদ্ধান্ত নিলেন দলের প্রধান হনুমান বেনিওয়াল।
এদিন আলওয়ার জেলার শাজাহানপুর-খেরা বর্ডারে উপস্থিত হন আরএলপি প্রধান। সেখানেই একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে এনডিএ ছাড়ার কথা ঘোষণা করেন রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির প্রধান হনুমান বেনিওয়াল। তিনি জানিয়েছেন, আমি এনডিএর সঙ্গে আর কোনও সম্পর্ক রাখতে চাই না। আজ থেকেই এনডিএ ছাড়ার সিদ্ধান্ত নিলাম। যারা কৃষকদের বিরুদ্ধে তাঁদের সঙ্গে আমরা থাকতে পারব না।
২০১৮ সালে বিজেপি থেকে সরে গিয়ে নিজের দল, রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি গঠন করেন হনুমান বেনিওয়াল। ২০১৯ সালে নিজের দলের টিকিটে জয়লাভ করে নাগৌরের সাংসদ হিসাবে নির্বাচিত হন তিনি। পরে এনডিএ শরিক হিসাবে যুক্ত হন। তিনি আরও বলেন, আমার কোভিড রিপোর্ট পজিটিভ আসার কারণে সেইদিন বিল নিয়ে আলোচনার সময় আমি অনুপস্থিত ছিলাম। নাহলে সংসদের মধ্যেই ওই বিল আমি তখনই প্রত্যাহার করতাম ।
আরও পড়ুনঃ ২৯ ডিসেম্বর কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসতে চায় কৃষকরা
শুরু থেকেই কৃষি আইনের বিরোধিতা করে আসছিলেন রাজস্থানের বর্ষীয়ান নেতা। আন্দোলন দীর্ঘায়িত হলে এনডিএর শরিক হিসাবে থাকবেন কি ভাবা যাবে। আগেই বলেছিলেন তিনি। শনিবার সেই সিদ্ধান্তি নিয়েই ফেললেন তিনি।
এর আগে তিন কৃষি আইনের বিরোধিতায় এনডিএর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে শিরোমণি আকালি দল। মোদি টু পয়েন্ট ও কেবিনেট ছাড়েন হরশিমরত কৌর বাদল। এরপর রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির সিদ্ধান্তে এনডিএ শিবিরে চিড় ধরল।
অন্যদিকে কেন্দ্রের সঙ্গে বৈঠকে রাজি হয়েছেন কৃষকরা। তবে তিনটি কৃষি আইন প্রত্যাহার তাঁদের সবচেয়ে বেশী প্রাধান্য পাবে জানিয়েছেন কৃষকরা। শনিবার নিজেদের মধ্যে বৈঠক করে কেন্দ্রের সঙ্গে বৈঠকের দিনক্ষণ ঘোষণা করেছেন কৃষকরা। ওই দিন সকাল ১১ টা থেকে শুরু হবে বৈঠক।