বিদ্যুতের দাবিতে বনগাঁ মহকুমার একাধিক জায়গায় পথ অবরোধ 

দ্য কোয়ারি ওয়েবেডস্কঃ  ২০ মে ঘূর্ণিঝড় আমফানের তান্ডবে বিপর্যস্ত হয়ে পড়ে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা।  তারপর কেটে গিয়েছে ১১ দিন। কিন্তু উত্তর ২৪ পরগণার বেশ কিছু জায়গা এখনো কার্যত বিদ্যুৎহীন।

বাধ্য হয়ে এবার রাস্তা অবরোধের শামিল হলেন এলাকার বাসিন্দারা। সোমবার সকাল থেকে বনগাঁ মহকুমার একাধিক জায়গায় রাস্তায় গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা।

গাইঘাটা থানার ঠাকুরনগর চাঁদপাড়া রোডে ঠাকুরনগর ইলেকট্রিক সাপ্লাই অফিসের সামনে রাস্তায় ব্যারিকেড করে বিক্ষোভ করে বিজেপি। ওই রাস্তারই বকচড়া মোড় ও চাঁদপাড়া মোড়ে রাস্তায় গাছের গুড়ি ফেলে বিক্ষোভ করেন স্থানীয়রা।

তাদের দাবি ঝড়ের পরে ১১ দিন কেটে গেলেও এখনো পর্যন্ত বিদ্যুতের দেখা মেলেনি। দ্রুত বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য কন্টাকটারের আর টাকা দাবি করছেন বলেও অভিযোগ করেন তারা। যে টাকা বেশি দিচ্ছে তাদের লাইনে আগে দেওয়া হচ্ছে বলে অভিযোগ।

অন্যদিকে বনগাঁ দত্তপুলিয়া সড়কের বৈকোলা এলাকায় ১১ টা থেকে রাস্তায় গাছ ফেলে অবরোধ শুরু করে এলাকার বাসিন্দারা। তাদের দাবির যতক্ষণ না বিদ্যুৎ দেওয়া হচ্ছে ততক্ষণ অবরোধ চলবে।

সম্পর্কিত পোস্ট