Chernobyl : চেরনোবিলের আতঙ্কে রুশ সেনা,যুদ্ধের গতি হ্রাস রাশিয়ায়

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  Chernobyl গোটা বিশ্বের চোখ এখনও রয়েছে রাশিয়া-ইউক্রেনের (Russia-Ukraine war) পরিস্থিতির ওপর। ইতিমধ্যেই রুশ সেনার (Russian army) হাতে পারমাণবিক কেন্দ্রের দখল ওঠার পর থেকেই শোনা যাচ্ছে বায়ুমন্ডলে তেজস্ক্রিয়তার মাত্রা অত্যন্ত বেড়ে গেছে। এই দাবি করছে ইউক্রেন।

চেরনোবিলের ( Chornobyl ) পারমাণবিক কেন্দ্র নিয়ে এবার নতুন আতঙ্ক শুরু হয়েছে ইউক্রেনে।
ইউক্রেন আরও বলছে যে রাশিয়ার দখল নেওয়ার পর থেকে পারমাণবিক কেন্দ্রে যে ভয়ংকর বর্জ্য রয়েছে তার সঠিক উপায়ে ব্যবহার করতে পারছে না রাশিয়া।

ফলে পারমাণবিক কেন্দ্রের ও তার পার্শ্ববর্তী অঞ্চলে তেজস্ক্রিয় গামা রশ্মির (Gamma ray) বিকিরণ এর মাত্রা স্বাভাবিকের থেকে প্রায় কুড়ি গুন বৃদ্ধি পেয়েছে। যদিও রাশিয়ার মধ্যে এই বিকিরণ আপাতত চেরনোবিলের আশেপাশেই সীমাবদ্ধ রয়েছে।

তবে বিকিরণের মাত্রা বাড়তে থাকলে তা অচিরেই সংরক্ষিত অঞ্চল এর বাইরে চলে আসবে। ইউক্রেন সরকারের দাবি অসুস্থ অবস্থায় চেরনোবিল পারমাণবিক কেন্দ্রকে ছাড়তে হয়েছে রুশ সেনার হাতে। একইসঙ্গে ইউক্রেন (Ukraine) সরকার আরও অভিযোগ তুলেছে যে পণবন্দি করে রাখা চেরনোবিলের ( Chernobyl disaster) ইউক্রেনীয় কর্মীদেরও রুশ সেনা সঙ্গে করে নিয়ে গিয়েছে।

Chernobyl disaster

এই ঘটনা ১৯৮৬ সালের চেরনোবিল দুর্ঘটনার ( Chernobyl disaster ) কালো স্মৃতিকে মনে করিয়ে দিচ্ছে।যেখানে চেরনোবিল-৪ ধ্বংস করা হয়েছিল। তিন মাসের মধ্যে বিকিরণের প্রভাবে প্রায় ৩০ জন অপারেটর এবং ফায়ারম্যান এর মৃত্যু হয়েছিল। পরবর্তীকালে একিউট রেডিয়েশন সিনড্রোম এর শিকার হয়ে বহু মানুষের জীবন বিপন্ন হয়েছিল।

Sri Lanka Crisis : লঙ্কায় লঙ্কাকাণ্ড! ধ্বংসের পথে প্রতিবেশী দেশটি

চেরনোবিল ও তার সংলগ্ন এলাকার দায়িত্বপ্রাপ্ত সরকার বিভাগ জানায়, আইএইএ ( IAEA) এর মতে, ইউক্রেন সরকারের হাতে চেরনোবিল তুলে দিয়ে কনভয় এবং রুশ বাহিনী প্রস্থান করেছে। ইউক্রেনের দাবি খতিয়ে দেখছে নজরদারির সংস্থারা। ইন্টারন্যাশনাল এটমিক এনার্জি এজেন্সি আরও জানিয়েছে, স্বাধীনভাবে বিষয়টি তারা খতিয়ে দেখছে।

আগামী কয়েকদিনের মধ্যেই বিশেষজ্ঞের দল চেরনোবিল পৌঁছচ্ছে। এদিকে ইউক্রেনের পরমাণু সংস্থা এনারগোটম (Energoatom) জানিয়েছে চেরনোবিল ( Chernobyl disaster ) সংলগ্ন বিভিন্ন এলাকা খনন করে রুশ সেনা। তারপর থেকেই একের পর এক রুশ সৈনিকরা অসুস্থ হয়ে পড়ে।

চেরনোবিল থেকে পালানোর সময় রুশ সেনারা ন্যাশনাল গার্ড এর সদস্যদের সঙ্গে নিয়ে যায় যাদের ২৪ ফেব্রুয়ারি থেকে পণবন্দি করে রাখা হয়েছিল। ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশ্চুকও(Iryna Vereshchuk ) তেজস্ক্রিয় বিকিরণের রুশ বাহিনী অসুস্থ হয়ে পড়ার কথা জানিয়েছেন। তাঁর মতে পরমাণু কেন্দ্র এলাকায় ট্যাংক ঢোকানো এ তেজস্ক্রিয় পদার্থ ধুলো মাটি থেকে উপরে উঠে বাতাসে মিশে যায়। এতেই রুশ সেনারা অসুস্থ হয়ে পড়ে।

বিশেষজ্ঞদের মতে এই বিকিরণ সীমাবদ্ধ এলাকা থেকে ছড়িয়ে পড়লে ফলাফল ভয়ঙ্কর হতে পারে। পক্ষাঘাত, প্রাণহানি, পঙ্গুত্ব কোন কিছুই বাদ যাবে না। এছাড়া আমেরিকা মনে করছে রাশিয়া চেরনোবিলের ( Chernobyl  ) বহু কর্মীকে ওই পরমাণু উৎপাদন কেন্দ্রে আটকে রেখেছে সেই জন্য সমস্যা সৃষ্টি হয়েছে।

কারণ পরমাণু কেন্দ্রের সীমাবদ্ধ এলাকার বাইরে রাশিয়া এবং ইউক্রেন সেনার এখনো যুদ্ধ চলছে ফলে বোমা মিসাইল এসে পড়ছে ওই এলাকায়। বেলারুশ ঘেঁষা ইউক্রেনের উত্তর দিক থেকে নিক্ষেপ করা হচ্ছে প্রচুর রুশ অস্ত্র। ইউক্রেনের দাবি এই গোলাবারুদের জন্যই সংরক্ষিত জায়গায় গামা রশ্মির প্রভাব বেড়ে গিয়েছে। আপাতত ইউক্রেন সরকার জানিয়েছে যে বেলারুশের একটি শিবিরে রুশ সৈনিকদের চিকিৎসা চলছে।

সম্পর্কিত পোস্ট