দল থেকে বহিস্কার করা হল সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় ও তনিমা চট্টোপাধ্যায়কে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দল বিরোধী কার্যকলাপের জন্য সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় ও তনিমা চট্টোপাধ্যায়কে এবার দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস।
আসন্ন কলকাতা পুরভোটে নির্দল প্রার্থী হিসেবে দেওয়া মনোনয়ন প্রত্যাহার না করলে দল থেকে বহিষ্কার করা হবে বলে আগেই বার্তা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বুধবার সেইমত দলীয় সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন দক্ষিণ কলকাতার তৃণমূল সভাপতি দেবাশিস কুমার। বলেন, দলের নিয়ম, শৃঙ্খলা মেনে চলা সকলের কর্তব্য। দল বিরোধী কাজের জন্য ওই দু’জনের নামে রাজ্য কমিটির কাছে চিঠি পাঠানো হয়েছিল। গত সোমবার রাজ্য কমিটির কাছে সুপারিশ করা হয়েছিল তাঁদের যেন বহিষ্কার করা হয়।
উল্লেখ্য, গত শনিবার ১৪৪ জন প্রার্থীকে নিয়ে বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকেই তিনি বার্তা দেন, দলের বিরুদ্ধে গিয়ে যারা কাজ করবেন তাদের বের করে দেওয়া হবে। সেই সূত্রেই এবার দক্ষিণ কলকাতার তৃণমূলের এই পদক্ষেপ।