রাজ্যসরকারী প্রকল্পকে স্বীকৃতি দেয়নি কেন্দ্র, দিয়েছে রাষ্ট্রপুঞ্জঃ শশী পাঁজা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সুসংহত শিশু বিকাশ প্রকল্পে গর্ভবতী মহিলাদের সুষম খাবার দেওয়ার প্রকল্পে কেন্দ্রের বরাদ্দ থেকে বঞ্চিত রাজ্য। বিধানসভায় নারী, শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের বাজেট বরাদ্দের উপরে আলোচনার জবাবী ভাষণে মন্ত্রী শশী পাঁজা বলেন গত অর্থবছরে এই খাতে রাজ্যের জন্য ১৯০০ কোটি টাকা বরাদ্দ করা হলেও মাত্র ৮০০ কোটি টাকা দেওয়া হয়েছে। গত অর্থ বছরে মাত্র ৬৭০ কোটি টাকা পাওয়া গিয়েছিল বলে তিনি জানিয়েছেন।

পাশাপাশি শিশুদের জন্যে রাজ্যে ৫৪৮টি ক্রেশ থাকলেও চলতি অর্থবছরে তার জন্য এখনও কোনো অর্থ আসেনি বলেও মন্ত্রী জানান।  বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করে তিনি বলেন এই পরিস্থিতিতেও রাজ্য সরকার শিশু,নারীদের সুরক্ষা, উন্নয়ন ও সমাজ কল্যাণে বাজেট বরাদ্দ কয়েকগুণ বাড়িয়েছে। নারী ও শিশু কল্যাণ নিয়ে রাজ্যের প্রকল্পকে কটাক্ষ করেন বিরোধীরা।

জবাবে পাল্টা আক্রমণ শানান নারী,শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী। তিনি বলেন,

  • কেন্দ্রীয় সরকারের ঘোষিত অমৃত কাল বাজেটে নারী ও শিশু কল্যাণ খাতে বরাদ্দ বেড়েছে মাত্র তিন শতাংশ।
  • যেখানে রাজ্য সরকার ওই খাতে বাজেট বরাদ্দ বাড়িয়েছে ১৭ শতাংশের বেশি।
  • কন্যাশ্রী প্রকল্পের দেখাদেখি বেটি বাঁচাও প্রকল্প শুরু করেছে নরেন্দ্র মোদি সরকার।
  • কিন্তু তাতে এবার বরাদ্দ ছাঁটাই হয়েছে ৪.২ শতাংশ।
  • যেখানে ২০১৩ সালে শুরু হওয়া কন্যাশ্রী প্রকল্পের মোট বরাদ্দ বেড়েছে ৩৮ গুন।
  • কেন্দ্রের স্বীকৃতি না পেলেও রাষ্ট্রপুঞ্জের স্বীকৃতি পেয়েছে।

সম্পর্কিত পোস্ট