দ্বিতীয় ম্যাচেও দলের হার ভাবাচ্ছে রবি ফাউলারকে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রথমেই হাইভোল্টেজ ডার্বি হেরে চলতি সিজনে যাত্রাশুরু হয়েছে লাল-হলুদ শিবিরের। দ্বিতীয় ম্যাচে দলের গাফিলতি ছেঁটে ফেলে নতুন করে শুরু ভাবনা করেছিলেন কোচ রবি ফাউলার। কিন্তু দ্বিতীয় ম্যাচেও একইছবি দেখা দিল। মুম্বইসিটি এফসির কাছে ৩ গোলে হারতে হল তাঁদেরকে।
অন্যদিকে সিজনের শুরু থেকেই একটু ঝাঁঝালো সার্জিয়ো লোবেরার দল। মঙ্গলবার জিএমসি স্টেডিয়ামে দেখা গেল সেই ছবি। তুলনামূলক দুর্বল মনে হল মাঘোমা-পিলক্লিণ্টন এবং রফিকদের। প্রথমার্ধের কুড়ি মিনিটের মাথায় হুগো বোমোসের বাড়ানো পাসে ম্যাচের প্রথম গোলটি করেন মুম্বইয়ের ফরোয়ার্ড অ্যাডাম লে ফোদ্রে। কিন্তু এখানেই মোনবল ভেঙে ফেলেননি ইস্ট বেঙ্গলের খেলোয়াড়রা। কিন্তু ৪৫ মিনিট অবধি ফায়দা তুলতে ব্যর্থ হন তাঁরা।
আরও পড়ুনঃ জোড়া গোলে ডার্বি জয় এটিকে মোহনবাগানের
দ্বিতীয়ার্ধের শুরুতেই হুগো বোমোসকে আটকাতে গিয়ে পেনাল্টি করে বসেন এসসি ইস্টবেঙ্গলের গোলকিপার দেবজিত। ৪৭ মিনিটে পেনাল্টি শটে ম্যাচের দ্বিতীয় গোলটিও করেন অ্যাডাম লে ফোদ্রে। শেষ আশা নিয়ে একাধিকবার বিপক্ষের শিবিরে আক্রমণ শানিয়ে কোনও লাভ করতে পারেনি লাল-হলুদ বাহিনী। ম্যাচের ৫৮ মিনিটে দলের এবং ম্যাচের তৃতীয় গোলটি করেন হার্নান সান্তানা।
পরপর দুই ম্যাচ হেরে চিন্তার কালো মেঘ জমেছে লাল হলুদ শিবিরে। যদিও বিশেষজ্ঞদের মতে, এই প্রথমবার ইন্ডিয়ান সুপার লিগে যাত্রা শুরু করছে ইস্টবেঙ্গল। তাই টুর্নামেন্টের গতিপ্রকৃতি বুঝতে তাঁদের সময় লেগে যাচ্ছে। তবে যতশীঘ্র সম্ভব দলের ক্রাইসিস দুর করতে হবে হেডস্যার রবি ফাউলারকে।