করোনা আক্রান্ত শিলিগুড়ি পুরসভার প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য্য

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা আক্রান্ত শিলিগুড়ি পুরসভার প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য্য। বেশ কিছুদিন ধরে সর্দি জ্বরে ভুগছিলেন বর্ষীয়ান সিপিআইএম নেতা। মাটিগাড়ার একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এর আগেই নমুনা সংগ্রহ করা হয়েছিল। বুধবার তা পজিটিভ আসে।

হাসপাতাল সুত্রের খবর, একইসঙ্গে হার্টের সমস্যায় ভুগছিলেন তিনি। গত কয়েকদিন ধরেই সর্দি জ্বরে ভুগছিলেন বর্ষীয়ান রাজনীতিবিদ।

১৪ জুন লালা রসের টেস্ট করা হয়। তখন রিপোর্ট নেগেটিভ আসে। তবুও জ্বর কমেনি। পুনরায় লালা রস সংগ্রহ করে পরিক্ষা করলে পজিটিভ রিপোর্ট আসে।

পাটক্ষেত থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় ব্য়ক্তির মৃতদেহ, চাঞ্চল্য বনগাঁয়

এর আগে শিলিগুড়ি পুরনিগমের মেয়র ছিলেন অশোকবাবু। পরে প্রশাসক বোর্ডের চেয়ারম্যান পদে নিযুক্ত হন তিনি।

এদিন প্রাক্তন করোনা সংক্রমণের খবর স্বীকার করে নিয়েছেন দার্জিলিং এর মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রলয় আচার্য। মাটিগাড়ার কোভিড হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

অশোকবাবুর করোনার খবরে চিন্তিত বাম নেতারা। করোনা ছাড়াও হার্টের সমস্যা এবং শ্বাস কষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন সকলেই।

শিলিগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান পদে নিযুক্ত থাকাকালীন একাধিক জায়গায় গিয়েছেন অশোকবাবু। তাঁর সংস্পর্ষে কারা এসেছেন তা খতিয়ে দেখা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট