১৯-এ রাজ্যে আসছেন শাহ, যোগদান করতে পারেন তৃণমূলের হেভিওয়েট নেতা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ চলতি মাসের ১৯ তারিখ ফের রাজ্যে আসছেন অমিত শাহ। ১৯ ও ২০ তারিখ কলকাতায় থাকবেন বলে এখনো পর্যন্ত বিজেপি সূত্রে জানা গেছে। পরে তিনি হয়ত পরিস্থিতি বুঝে জেলা সফরের
বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে যাওয়ার পথে বিজেপি সর্বভারতীয় সভাপতির কনভয়ে হামলার পরে উত্তপ্ত রাজ্য থেকে জাতীয় রাজনীতি। দলের প্রধানের উপরে হামলা চালানো নিয়ে ঘটনার প্রায় সঙ্গে সঙ্গেই পদক্ষেপ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
রাজ্যের কাছে রিপোর্ট তলব করে তাঁর দফতর। এ বার রাজনৈতিক ভাবে সেই হামলার জবাব দিতে নিজেই বাংলায় আসছেন অমিত। রাজ্য বিজেপি সূত্রে খবর, আগামী ১৯ ও ২০ ডিসেম্বর দু’দিন কলকাতায় থাকবেন তিনি।
বৃহস্পতিবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারে দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন নড্ডা। কিন্তু আমতলা থেকে শিরাকোলের দিকে এগোনোর সময় দফায় দফায় বাধার মুখে পড়ে তাঁর কনভয়।
অভিযোগ, এলোপাথাড়ি ইট, লাঠিসোটা উড়ে আসতে শুরু করে। কৈলাস বিজয়বর্গীয়ের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় পাথর। গেরুয়া শিবিরের দাবি, বাঁ হাতের কনুইয়ে আঘাতও পান রাজ্যে বিজেপি-র কেন্দ্রীয় পর্যবেক্ষক। উড়ে আসা বোতলের ঘায়ে রাজ্য বিজেপি-র সভাপতি দিলীপ ঘোষের গাড়ির কাচ ভেঙে যায় বলে দাবি। বিজেপির দাবি, গুরুতর চোট পান বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়ও। ডান হাতে চারটি আঙুল ভাঙা কাচ ঢুকে ক্ষতবিক্ষত হয়।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/former-chief-minister-buddhadeb-bhattyacharya-is-out-of-danger/
এর পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে রাজ্য প্রশাসনের কাছে ঘটনার রিপোর্ট চেয়ে পাঠানো হয়। এর পাশাপাশি অমিত শাহ বৃহস্পতিবার টুইটে অমিত শাহ লেখেন, ‘আজ বাংলায় বিজেপি-র সভাপতি জেপি নড্ডাজির উপর আক্রমণ খুব নিন্দনীয়। কেন্দ্রীয় সরকার এই ঘটনা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। এই হিংসার জন্য বাংলার সরকারকে রাজ্যের শান্তিকামী মানুষদের জবাব দিতে হবে’। এতেই না থেমে এ বার রাজ্যে স্বয়ং চলে আসতে চান অমিত।
বৃহস্পতিবার রাতে নড্ডা দিল্লির উদ্দেশে রওনা হওয়ার পরেই রাজ্য বিজেপি নেতাদের কাছে খবর আসে অমিত আসবেন। এই প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘অমিত শাহজির চূড়ান্ত কর্মসূচি এখনও ঠিক হয়নি। তবে ১৯ ও ২০ তারিখ রাজ্যে তাঁর সফরের সম্ভাবনা রয়েছে।’’
বিজেপি সূত্রে জানা গিয়েছে, শুক্রবারই ওই সফরের কর্মসূচি চূড়ান্ত করতে বৈঠকে বসছেন রাজ্য নেতারা। দলের এক নেতা জানিয়েছেন, ‘‘সর্বভারতীয় সভাপতির কনভয়-সহ অন্য নেতাদের উপরে হামলার প্রতিবাদে রাজ্য জুড়ে আন্দোলন তো চলবেই। কিন্তু অমিত শাহ নিজে তৃণমূলকে কড়া বার্তা দিতে চান।’’
অমিত শাহের এই সফরের সময় তৃণমূলের কয়েকজন বড় নেতা বিজেপিতে যোগদান করতে পারেন বলে রাজ্য বিজেপির একাংশের দাবি। তবে দিলীপ ঘোষ শুক্রবার বলেন, ‘‘এখনও কোনও কিছু ঠিক হয়নি। কী হয় না হয় ঠিক সময়ে সব দেখতে পাবেন।’’