মুখ্যমন্ত্রী ঘুরে যাওয়ার পরই রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য পৌঁছলো CBI
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে কয়লা পাচার কাণ্ডের আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় জিজ্ঞাসাবাদের জন্য শান্তিনিকেতনে ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন সিবিআই আধিকারিকরা। কিছুক্ষণ আগেই সেখানে হাজির হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বেরিয়ে যাওয়ার পর 11:36 মিনিটে সিবিআইয়ের টিম পৌঁছে যায় অভিষেকের বাড়িতে।
যে চিত্র সংবাদমাধ্যমের সামনে উঠে এসেছে, তাতে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের বাড়ি থেকে বেরিয়ে আসেন।
প্রসঙ্গত কয়লা পাচার কাণ্ডে থাইল্যান্ডে অভিষেক জায়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নজর রয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। একই সঙ্গে সিবিআইয়ের র্যাডারে রয়েছে অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরের লন্ডনের অ্যাকাউন্টটিও।
সোমবার মেনকা গম্ভীরকে ৩ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। রবিবাসরীয় দুপুরে প্রথম জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয় রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। তবে ২৪ ঘন্টা কেটে যাওয়ার পর তার জবাব দেন তিনি।
আজ সকাল ১১ টা থেকে ৩টের মধ্যে তিনি সিবিআই আধিকারিকদের জিজ্ঞাসাবাদের জন্য সময় দিয়েছিলেন। সিবিআইয়ের ছজন আধিকারিক ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। সঙ্গে রয়েছে সিবিআইয়ের লিগ্যাল অ্যাডভাইজারি কমিটি।
প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ভোটারদের শনাক্তকরণের কাজ শুরু করল কমিশন
বিধানসভা নির্বাচনের আগে সিবিআই আধিকারিকদের নতুন করে তৎপরতা রীতিমতো আলোড়ন তৈরি করেছে রাজ্য রাজনীতিতে। বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একেরপর এক আর্থিক লেনদেনের বিষয় নিয়ে সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী।
তিনি দাবি করেছিলেন থাইল্যান্ডের কাসিকর্ন ব্রাঞ্চে ম্যাডাম নারোলার অ্যাকাউন্টে কয়লা পাচার কাণ্ডের টাকা জমা রয়েছে। এ বিষয়ে বেশ কিছু তথ্য ও প্রকাশ্য জনসভায় থেকে জনসমক্ষে তুলে ধরেছিলেন শুভেন্দু। তার কিছুদিনের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই হানা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজ্যের রাজনৈতিক মহল।
অভিষেকের শ্যালিকাকে জিজ্ঞাসাবাদের পর সিবিআই আধিকারিকরা জানিয়েছিলেন বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। তবে আজকে জিজ্ঞাসাবাদের পর নতুন করে কোনো তথ্য সামনে আসে কিনা সেটাই দেখার।
রাজনৈতিক মহলের মতে, সিবিআই আধিকারিকদের পৌঁছানোর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের বাড়িতে পৌঁছে তাদের পাশে থাকার বার্তা দিলেন। তবে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।