আজ পুরুলিয়ায় শুভেন্দু, সভাস্থলের পাশে মিলল পেট্রল ক্যান, উত্তেজনার মাঝে কড়া নিরাপত্তা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আজ পুরুলিয়াতে জনসভা করবেন শুভেন্দু অধিকারী। বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই একের পর এক জনসভায় শাসকদলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগের পর্দাফাস করছেন তিনি। যা নিয়ে প্রকাশ্যে বিড়ম্বনায় পড়তে হচ্ছে শাসকদলের কর্মীদের।
কলকাতা, মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হুগলির পর এবার পুরুলিয়া থেকে শুভেন্দু অধিকারী নতুন কি বিস্ফোরক অভিযোগ আনেন সেদিকে তাকিয়ে রাজ্যের রাজনৈতিক মহল।
শুভেন্দু অধিকারীর সভার আগের দিনই ব্যাপক উত্তেজনা ছড়াল এলাকায়। বুধবার রাতে যখন সভায় বাধার কাজ চলছিল তখনই সভামঞ্চের কাছে একটি পেট্রোল এর বোতল চোখে পড়ে বিজেপি কর্মীদের। গুঞ্জন ওঠে সভা ভুন্ডুল করবার জন্য তৃণমূলের উদ্দেশ্য ছিল আগুন লাগিয়ে দেওয়া। অভিযোগ সম্পূর্ণ ভাবে অস্বীকার করেছে তৃণমূল।
জেলা মুখপাত্র নবেন্দু মাহালী বলেন, বিজেপির সভা হচ্ছে প্রধান সড়কের ওপর। এই কাজ তৃণমূল কখনোই করতে পারবে না। এটা তৃণমূলের কালচার নয়। তৃণমূলকে ছোট করার জন্য বিজেপির অপপ্রচার।
গাজিপুর বর্ডারে ১৫ জন সাংসদের পথ আটকালো পুলিশ
একসময় তৃণমূলের থাকাকালীন পুরুলিয়া জেলার পর্যবেক্ষক ছিলেন শুভেন্দু। দল ত্যাগ করলেও জেলাটিকে হাতের তালুর মতো চিনে রেখেছেন।
লোকসভা নির্বাচনেও পুরুলিয়ায় পদ্মের প্রচুর চাষ হয়। সাংসদ হন জ্যোতির্ময় সিং মাহাতো। ক্রমেই পুরুলিয়া জুড়ে বাড়তে থাকে পদ্মের।
রাজনৈতিক মহলের মতে, যে হারে বিজেপির চাষ বাড়ছে তাতে আগামী নির্বাচনে পুরুলিয়া বিজেপির দখলে চলে আসবে তা বলার অপেক্ষা রাখে না। এখন দেখার সভা থেকে কী বার্তা দেন শুভেন্দু।