দাদার প্রাণ সংশয়ের আশঙ্কা ! নিরাপত্তা চেয়ে রাজভবনমুখী অনুগামীরা

দ্য় কোয়ারি ওয়েবডেস্কঃ  মন্ত্রিত্ব-সহ বেশ কয়েকটি পদ ছাড়ার আগে ব্যক্তিগত নিরাপত্তাও ছেড়েছিলেন নন্দীগ্রামের বিধায়ক। এবার সেই নিরাপত্তারই প্রয়োজন অনুভব করছেন তাঁর অনুগামীরা। দাদার প্রাণ সংশয়ের আশঙ্কা করছেন ‘দাদার অনুগামীরা’।

মঙ্গলবার সংবাদমাধ্যমের কাছে এমনই দাবি করেছেন শুভেন্দু ঘনিষ্ঠ ও পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সম্পাদক কনিষ্ক পণ্ডা।

তিনি বলেন, ‘আমাদের কাছে খবর আছে, শুভেন্দু অধিকারীকে খুনের চক্রান্ত চলছে। জরুরি ভিত্তিতে তাঁর নিরাপত্তার প্রয়োজন। তাঁর নিরাপত্তার দাবিতে রাজ্যপাল জগদীপ ধনকরের কাছে যাবেন শুভেন্দু অনুগামীদের একাংশ’।

বর্তমানে তাঁর অনুগামীরাই শুভেন্দু অধিকারীর নিরাপত্তা দেখছেন। তাঁরাই মূলত ঘিরে রাখছেন ‘দাদা’-কে। তবুও তাঁর প্রাণ সংশয়ের আশঙ্কা করছেন শুভেন্দুর অনুগামীরা।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/tmc-party-not-on-the-side-of-the-mp-subrata-mukherjee-clarified-the-position/

এই নিয়ে মঙ্গলবারই শুভেন্দু অনুগামীদের একাংশ বৈঠকে বসেছিলেন। সেখানেই ঠিক হয়, এবার রাজ্যপালের দ্বারস্থ হবেন তাঁরা ‘দাদা’-র নিরাপত্তা চেয়ে।

প্রসঙ্গত, রাজ্যের পরিবহণমন্ত্রী থাকাকালীন শুভেন্দু অধিকারী জেড ক্যাটাগরি নিরাপত্তা পেতেন। কিন্তু তিনি নিজেই সেই সরকারি নিরাপত্তা প্রত্যাহার করার আবেদন করেন জেলা প্রশাসনের কাছে।

বর্তমানে তিনি কোন দিকে যাচ্ছেন সেই নিয়েই কৌতূহল বাংলার রাজনৈতিক মহলে। জানা গিয়েছে ঘনিষ্ঠ মহলে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ডিসেম্বরের মাঝামাঝি তিনি নিজের রাজনৈতিক ভবিষ্য‍ৎ খোলসা করবেন।

সম্পর্কিত পোস্ট