চোখ রাঙাচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস, প্রধানমন্ত্রীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আর্জি সোনিয়া গান্ধীর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা সংক্রমনের পাশাপাশি চোখ রাঙাচ্ছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ। বাড়তি সতর্কতা হিসাবে গোটা দেশে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী ঘোষণা করেছে কেন্দ্র সরকার।
শনিবার দুপুরে কেন্দ্র সরকারের তরফে রাজ্য অনুযায়ী আক্রান্তের সংখ্যা প্রকাশ করা হয়েছে। সেই পরিসংখ্যান অনুযায়ী দেশে মোট মিউকরমাইকোসিসে আক্রান্তের সংখ্যা ৮৮৪৮। এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে ১ জনের।
সবথেকে বেশী আক্রান্ত হয়েছে গুজরাটে। মোট আক্রান্তের সংখ্যা ২২৮১। দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র। আক্রান্তের সংখ্যা ২০০০। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ ও রাজস্থান। সেখানে আক্রান্তের সংখ্যা যথাক্রমে, ৯১০ ও ৭০০।
করোনার পর মিউকরমাইকোসিস, মহামারি ঘোষণা কেন্দ্রের
কেন্দ্রের তরফে জানানো হয়েছে গুজরাটে মিউকরমাইকোসিস সংক্রমণের বাড়াবাড়ি রুখতে ৫৮০০ ভায়াল ওষুধ পাঠানো হয়েছে। বাংলায় পাঠানো হয়েছে ৫০ ভায়াল অ্যামফোটেরিসিন-বি। মিউকরমাইকোসিসের প্রয়োজনীয় ওষুধ উৎপাদন বাড়াতে ইতিমধ্যেই কংগ্রেস সভানেত্রী চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে।
সেই চিঠিতে সোনিয়া গান্ধী লিখেছেন, মিউকরমাইকোসিসের প্রয়োজনীয় ওষুধ লিপোসোমল ও অ্যামফোটেরিসিন-বি।বাজারে এই দুটি ওষুধের চাহিদা বেশী। সেই অনুপাতে যোগান কম। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন তিনি।
চিঠিতে কংগ্রেস সভানেত্রী প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন, আয়ুস্মান ভারত সহ অন্যান্য সরকারী স্বাস্থ্যবীমার আওতাভুক্ত করা হয় ব্ল্যাকফাঙ্গাস রোগটিকে।একইসঙ্গে তিনি আর্জি জানিয়েছেন অবিলম্বে রাজ্যগুলিকে প্রয়োজনীয় ওষুধ যথেষ্ঠ পরিমাণে জোগানের জন্য কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে নির্দেশ পাঠাতে। তাঁর অনুরোধ নিখরচায় এই রোগের চিকিৎসার কথাও ঘোষণা করুক কেন্দ্র।
উল্লেখ্য বৃহস্পতিবারই কেন্দ্রের তরফে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সম্পাদক লব আগরওয়াল জানিয়েছেন, ব্ল্যাক ফাঙ্গাস সংক্রান্ত সমস্ত নির্দেশিকা মেনে চলতে হবে সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলিকে। তিনি বলেন, ইতিমধ্যেই মিউকরমাইকোসিস নতুন করে আতঙ্ক বাড়িয়েছে। করোনা সংক্রমণের পর যাদের স্টেরয়েড থেরাপি চলেছে এবং যাদের সুগারের সমস্যা রয়েছে তাঁদের ক্ষেত্রে এই সমস্যা দেখা দিয়েছে।