সভাপতি পদে ভোট এড়াতে ময়দানে নামছেন সোনিয়া

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ তিনি কংগ্রেস সভাপতি হিসেবে সবচেয়ে বেশিদিন পদে থেকে রেকর্ড গড়েছেন। তবে দায়িত্ব ছাড়ার কালেও কর্তব্যে অবিচল থাকতে চাইছেন সোনিয়া গান্ধি। সূত্রের খবর, সভাপতি পদে ভোট এড়াতে এবার স্বয়ং সোনিয়া আসরে নামতে চলেছেন।

চিকিৎসার জন্য সপ্তাহ আড়াই আগে ছেলে-মেয়ের সঙ্গে বিদেশ পাড়ি দেন সোনিয়া গান্ধি। এর‌ই মাঝে ইতালিতে তাঁর মা মারা যান। এই মুহূর্তে সেখানেই আছেন কংগ্রেস সভানেত্রী। তবে দেশে ফিরে রাহুল ভারত জোড়ো যাত্রা শুরু করেছেন। প্রিয়াঙ্কাও ফিরে এসেছেন। গান্ধি পরিবারের ঘনিষ্ঠ সূত্রে খবর শুক্রবার দিল্লি ফিরছেন সোনিয়া। আর এসেই কাজে নেমে পড়বেন।

ডেঙ্গিতে কাবু কলকাতার সিপি! আতঙ্ক ক্রমশ বাড়ছে

কংগ্রেস সভাপতি নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার পর্ব শুরু হবে ২৪ সেপ্টেম্বর। চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। যা পরিস্থিতি তাতে সোনিয়া, রাহুল, প্রিয়াঙ্কা গান্ধিদের কেউই সম্ভবত প্রার্থী হবেন না। তবে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটকেই সভাপতি করতে চাইছেন সোনিয়া গান্ধি। কিন্তু জি-২৩ গোষ্ঠীর বিক্ষুব্ধ কংগ্রেস নেতারা গেহলটকে কতটা মেনে নেবে তা নিয়ে প্রশ্ন আছে।

জি-২৩ গোষ্ঠির মধ্য থেকে শশী থারুর ও মনীশ তিওয়ারির মধ্যে কোন‌ও একজন পাল্টা মনোনয়ন জমা দিতে পারেন বলে মনে করা হচ্ছে। এই অবস্থায় বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে সভাপতি পদে নির্বাচন এড়াতে চাইছেন সোনিয়া। নাহলে দলকে এক রাখা আর‌ও কঠিন হয়ে পড়বে বলে গান্ধিদের মত।

যদিও মুখ্যমন্ত্রী পদে ছেড়ে গেহলট আদৌ সভাপতি হতে রাজি হবেন কিনা তা নিয়েই প্রশ্ন আছে।

সম্পর্কিত পোস্ট