সৌমিত্রের বায়োপিকে অভিনেতা সৌমিত্র!
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সিনে পর্দায় বায়োপিক নতুন কিছু নয়। ট্রেন্ডিং বায়োপিকের দুনিয়ায় বলিউডের “এম.এস.ধোনিঃ দ্য আনটোল্ড স্টোরি”, “সঞ্জু”, “দঙ্গল”, “নিরজা”, “সুপার থার্টি”, “মেরি কম”, “আজহার” অথবা “সরবজিত” এর মত ছবি গত দশকে বিরাট জনপ্রিয়তা অর্জন করেছে।
ঠিক তেমনই হলিউডেও “ভাইস”, “স্টিভ জবস”, “রকেট ম্যান”, “জুরি”, “বহেমিয়া র্যা পিসোডি” বিপুল জনপ্রিয়তা পায়।
এমনকি “বহেমিয়া র্যা পিসোডি” ছবিতে বিখ্যাত গায়ক ফ্রেডি মারকিউরি চরিত্রে অভিনয় করে অস্কার পেয়েছেন রামি মালিক। তবে নিজের বায়োপিকের চরিত্রে অভিনয়ের সম্ভাব্য তালিকায় খুব কম জন রয়েছেন।
তবে এইবার সেই তালিকায় নজির ফেলতে চলেছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। এবার নিজের বায়োপিকে নিজের চরিত্রেই স্বয়ং অভিনয় করবেন সৌমিত্র। দীর্ঘ ৫০ বছরের বাংলা সিনেমায় কাটানো রঙিন কিছু গল্প তুলে ধরা হয়েছে ছবিটিতে।
আরও পড়ুনঃ করোনা সতর্কতা মাথায় রেখেই বিয়ের তারিখ পিছিয়ে নিলেন আলি-রিচা
ছবিটির পরিচালনা করছেন পরমব্রত চট্টোপাধ্যায়। সৌমিত্র চট্টোপাধ্যায়ের যৌবনের চরিত্রে অভিনয় করবেন যীশু সেনগুপ্ত। তবে পরিণত বয়সের চরিত্রে থাকবেন সৌমিত্র চট্টোপাধ্যায় নিজে।
ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছে রুদ্রনীল ঘোষ, বাসবদত্তা চট্টোপাধ্যায়। ছবিতে সত্যজিৎ রায়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে কাকে? সেটা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।
ছবির সমস্ত চরিত্রদের ঠিক করতে গিয়ে বেশ সমস্যায় পড়তে হয়েছে পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়কে। যদিও অবিকল চেহারা না মিল্লেও যতটা সম্ভব সাদৃশ্য রেখেই ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে।
নিজের চরিত্রে বেশ স্বাচ্ছন্দ বোধ করেছেন অভিনেতা যীশু সেনগুপ্ত। পাশাপাশি ছবিটি নিয়ে তিনি যে বেশ উচ্ছ্বাসিত তা প্রমাণ পাওয়া গেল পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের কথাতেই। যীশুর চরিত্র শেষ হলেও ফ্লোরে সৌমিত্র আসবেন বলে জানা গিয়েছে। তবে রাজ্য সরকারের নির্দেশিকা অনুসারে করোনার জেরে এই মুহুর্তে বন্ধ রয়েছে ছবির শ্যুটিং।