রাজনীতির ময়দানে নেই সৌরভ, শুভেচ্ছা অশোক ভট্টাচার্যের

দ্য কোয়ারি ডেস্ক:  দিন কয়েক ধরে রাজ্য রাজনীতিতে জল্পনা প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দিচ্ছেন। যদিও এই জল্পনা নিজেই উড়িয়ে দিয়েছেন মহারাজ।

একইসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, এখনও অবধি দলে তা নিয়ে কোনও কথা হয়নি। এবিষয়ে মুখ খুলেছেন সৌরভের সর্বক্ষণের সঙ্গী অশোক ভট্টাচার্য।

নিজের ফেসবুকে সিপি(আই)এম বিধায়ক লেখেন, দুদিন ধরে আবার মিডিয়াতে দেখছি বিজেপি দলের কলকাতায় প্রধানমন্ত্রীর সভায় আমন্ত্রিত অথিতি হিসেবে উপস্থিত থাকতে পারেন এবং এই দলে সামিল হতে পারেন সৌরভ গাঙ্গুলি ।

তিনি আরও লেখেন, এই খবরের সত্যতা নিয়ে সৌরভের সাথে আমার কোনো কথা হয় নি । তবে আগে কথা হয়েছিল । আমি সব সময়েই চেয়েছি, আজও চাই সৌরভ রাজনীতির সাথে যুক্ত না হোক । সৌরভ বাংলা তথা দেশের আইকন । তা,ও হয়েছে খেলার জগৎ থেকে । ও যা পেয়েছে সবটাই ক্রিকেট থেকে, রাজনীতি থেকে নয় । বাংলার মানুষ ওকে এ জগতেই দেখতে চায় । রাজনীতির জগৎ নয় ।

একইসঙ্গে এদিন উত্তরপ্রদেশে একের পর এক নারী নির্যাতনের ঘটনা নিয়েও বিজেপিকে তোপ দাগলেন তিনি। আক্রমণাত্মক ভাষায় তিনি লেখেন, আর বিজেপি দলের রাজনীতি কী, তা দেখা যাচ্ছে উত্তর প্রদেশের মুখ্য মন্ত্রী আদিত্য নাথ যোগীর কাছ থেকে । হাত রসের দুটি ঘটনা এই দলের প্রকৃত মুখোশ খুলে দিয়েছে ।সৌরভ খুবই বিচক্ষণ ও বিবেচক ব্যাক্তিত্ব, আমার মনে হয় না রাজনীতিতে যোগ দিয়ে ও এই ভুল করবে ।আমিও তা চাই না ।

রাজনীতির আঙিনায় না আসলেও দুই জনের সখ্যতা সম্পর্কে অবগত বাংলার মানুষ। দুইবার মহারাজ হাসপাতালে ভর্তি থাকাকালীন তাঁকে দেখতে যান শিলিগুড়ির পুর প্রশাসক।

পরে সৌরভের বাড়িতে গিয়ে দেখা করেন তিনি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সিপি(আই)এম বিধায়ক৷

সম্পর্কিত পোস্ট