Sri Lanka Crisis : বিপন্ন শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়ে বিপুল তেল সাহায্য ভারতের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শাস্ত্রে আছে বিপন্নের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দাও। ভূ-রাজনৈতিক সম্পর্কের জটিলতা এড়িয়ে সঙ্কটে পড়া শ্রীলঙ্কার ( Sri Lanka Crisis ) দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারত (India)। শ্রীলঙ্কায় ( Sri Lanka Crisis ) জাহাজ বোঝাই ডিজেল পাঠাল ভারত সরকার। তাতে সাময়িকভাবে হলেও শ্রীলঙ্কার জ্বালানি সঙ্কট মিটবে বলে অর্থনৈতিক বিশ্লেষকদের ধারণা।
ব্যাপক ঋণ, ডলারের মজুত তলানিতে এসে ঠেকা, করোনায় ধ্বস্ত অর্থনীতি এবং লাগামছাড়া মুদ্রাস্ফীতি এই চতুর্ফলায় বিদ্ধ হয়ে শ্রীলঙ্কার অর্থনীতি, প্রায় লাটে ওঠার জোগাড়। পরিস্থিতি এমনই আর কিছুদিন এই পরিস্থিতি চললে দেউলিয়া হয়ে যেতে পারে গোটা দেশ!
Sri Lanka Crisis
ইউরোপ থেকে দুটি জাহাজ বোঝাই অয়েল ট্যাঙ্কার শ্রীলঙ্কার ( Sri Lanka Crisis ) বন্দরে এসে অপেক্ষা করলেও তা থেকে তেঋ কিনতে পারছে না সে দেশের সরকার। কারণ হাতে পর্যাপ্ত ডলার নেই। এই পরিস্থিতিতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের (Ukraine Russia War) ফলে তেলের দাম বাড়ায় সঙ্কট আরও গভীর হয়েছে।
Covid-19 mutant XE : চিকিৎসকদের ঘুম কাড়তে এসে গেল করোনার নতুন প্রজাতি XE, আরও সংক্রামক…
তেলের অভাবে গত দু’দিন ধরে শ্রীলঙ্কার গণপরিবহন স্তব্ধ হয়ে গিয়েছে। একমাত্র সেনাবাহিনী ও পুলিশের গাড়ি ছাড়া রাস্তায় একটি বাইকও চলতে দেখা যাচ্ছে না। যাবেই বা কী করে, গত এক সপ্তাহ ধরে সেদেশের পেট্রল পাম্পগুলিতে কোনও তেল নেই।
ব্যক্তিগতভাবে মানুষের কাছে যেটুকু তেল রাখা ছিল তা দিয়েই গত এক সপ্তাহ অল্পবিস্তর গণপরিবহন চালু ছিল। কিন্তু সেটুকু ফুরোতেই পুরোপুরি স্তব্ধ গাড়ির চাকা। একবিংশ শতকে কোথাও এমন পরিস্থিতি হতে পারে এটা দুঃস্বপ্নেও কল্পনা করা সম্ভব নয়।
ভারত এর আগেই শ্রীলঙ্কার এই প্রবল অর্থনৈতিক সংকটে ১ বিলিয়ন মার্কিন ডলার অর্থ সাহায্য করেছেন। খুব অল্প সুদে এই টাকা ঋণ দিয়েছে। কিন্তু যেখানে আগামী ৬ মাসের মধ্যে সে দেশের সরকারের ঋণ শোধের জন্য কমপক্ষে ৬৫০ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন সেখানে ভারতের এই সাহায্য প্রায় কিছুই নয়।
তবু মানবিক দৃষ্টিকোণ থেকে ভারত বড় জাহাজ বোঝাই ৪০ হাজার টন ডিজেল পাঠিয়েছে কলম্বোয়। এতে মূল সমস্যা না মিটলেও সাময়িকভাবে কিছুটা সুরাহা হবে শ্রীলঙ্কানদের।