রাজ্যে প্রথম উপাচার্য গ্রেফতার! ২৬ সেপ্টেম্বর অবধি CBI হেফাজতে সুবীরেশ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ এসএসসি দুর্নীতি মামলায় সিবিআই সোমবার বিকেলে সংস্থার প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করেছে। এতক্ষণে এ কথা সকলের জানা হয়ে গিয়েছে। কিন্তু জানেন কী এই সুবীরেশের গ্রেফতারিতে বাংলার শিক্ষা জগতের ঠিক কতটা মুখ পুড়ল?
সুবীরেশ ভট্টাচার্য হলেন রাজ্যের প্রথম উপাচার্য যিনি কর্মরত অবস্থায় কোনও মামলায় জড়িয়ে গ্রেফতার হয়েছেন। শাসকদলের নেক নজরে থাকা সুবীরেশ বর্তমানে একসঙ্গে দুটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে ছিলেন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি নতুন তৈরি হওয়া হিল ইউনিভার্সিটিরও উপাচার্য ছিলেন।
তবে এর আগে ২০১৪ থেকে ২০১৮ সালে পর্যন্ত টানা চার বছর এসএসসির চেয়ারম্যান ছিলেন সুবীরেশ। এসএসসির ইতিহাসে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি সময় চেয়ারম্যান ছিলেন তিনিই। যদিও আগস্টের শেষ দিকে তাঁর বাঁশদ্রোনীর ফ্ল্যাটে সিবিআইয়ে তল্লাশির সময় সুবীরেশ দাবি করেছিলেন তিনি কোনও দুর্নীতির সঙ্গে জড়িত নয়। তাঁর আমলে এসএসসিতে স্বচ্ছ নিয়োগ হয়েছিল। বড়জোর ‘পদ্ধতিগত’ কোনও ভুল হয়ে থাকতে পারে বলে তিনি দাবি করেন।
মোদিকে ‘সার্টিফিকেট’ দেওয়াটা ভুল চাল হয়ে গেল না তো মমতার!
সুবীরেশ ভট্টাচার্যকে কলকাতা থেকেই গ্রেফতার করে সিবিআই। তাঁকে নিজাম প্যালেসেই রাখা হয়েছে। উল্লেখ্য এই মুহূর্তে নিজাম প্যালেসেই সিবিআই হেফাজতে আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান শান্তিপ্রসাদ সিনহারা। সিবিআই সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে তাতে বাকিদের সঙ্গে সদ্য ধৃত সুবীরেশ ভট্টাচার্যকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে। তাঁর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতা করার অভিযোগ এনেছে সিবিআই।
সোমবার সকালে সুবীরেশকে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু তিনি তদন্তের সহযোগিতা না করায় গ্রেফতার করা হয়েছে বলে সিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়। মঙ্গলবারই তাঁকে আদালতে তোলা হলে জামিনের আবেদন খারিজ হয়ে গেল। ২৬ সেপ্টেম্বর, সোমবার পর্যন্ত সিবিআই হেফাজত হল তাঁর। সিবিআইয়ের যুক্তি, বড় ষড়যন্ত্রের সঙ্গে জড়িয়ে আছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এখনকার উপাচার্য। সেই ষড়যন্ত্রের খোঁজ পেতে তাঁকে হেফাজতে নিয়ে জেরা করতে হবে।