স্টেট ব্যাঙ্কে ৮,১৩৮ জুনিয়র অ্যাসোসিয়েট পদে নিয়োগ

জুনিয়র অ্যাসোসিয়েট পদে রাজ্য ও রাজ্যের বাইরে ৮,১৩৮ টি সিটে খুব শীঘ্রই নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

দ্য কোয়ারি ওয়েবডেস্ক: জুনিয়র অ্যাসোসিয়েট পদে রাজ্য ও রাজ্যের বাইরে ৮,১৩৮ টি সিটে খুব শীঘ্রই নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

সার্কেল অনুযায়ী রাজ্যের শূন্যপদগুলি হল-

  • পশ্চিমবঙ্গ: শূন্যপদ ৬৫০টি।
  • আমেদাবাদ: শূন্যপদ ৬২০টি।
  • অমরাবতী: শূন্যপদ ১৫০টি।
  • ব্যাঙ্গালোর: শূন্যপদ ৪৭৫টি।
  • ভোপাল: শূন্যপদ ৭৫০টি।
  • ভুবনেশ্বর: শূন্যপদ ৪২৫টি।
  • চন্ডীগড়: শূন্যপদ ৪২৫টি।
  • চেন্নাই: শূন্যপদ ৪০০টি।
  • দিল্লি: শূন্যপদ ৩৯৩টি।
  • দিল্লি/ চন্ডীগড়: শূন্যপদ ৯৭টি।
  • হায়দরাবাদ: শূন্যপদ ৩৭৫টি।
  • জয়পুর: শূন্যপদ ৫০৩টি।
  • কেরালা: শূন্যপদ ৪০০টি।
  • লখনৌ/ দিল্লি: শূন্যপদ ৮৬৫টি।
  • মহারাষ্ট্র/ মুম্বাই মেট্রো: শূন্যপদ ৮৬৫টি।
  • মহারাষ্ট্র: শূন্যপদ ১০টি।
  • নর্থ-ইস্টার্ন: শূন্যপদ ৩২৬টি।
  • পাটনা: শূন্যপদ ২৭৫টি।
  • স্পেশ্যাল রিক্রুটমেন্ট ড্রাইভে চন্ডীগড়: শূন্যপদ ৭০টি। নর্থ-ইস্টার্ন: শূন্যপদ ৬০টি।

আরও পড়ুনঃ ‘দিদি কে বলো’ কর্মসূচীতে উঠে এল সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা

শিক্ষাগত যোগ্যতাঃ

যে কোনও শাখার গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন।

বয়সঃ

হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

বেতনঃ

১১,৭৬৫ – ৩১,৪৫০ টাকা।

প্রার্থীবাছাই প্রক্রিয়াঃ

অনলাইন প্রিলিমিনারি, মেইন পরীক্ষা, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে।

এছাড়া তফশিলি/ প্রাক্তন স্মারকর্মী/ ধর্মীয় সংখ্যালঘু প্রার্থীদের এই ফি দিতে হবে না।

কীভাবে আবেদন করবেন

অনলাইন https://bank.sbi/careers বা https://www.sbi.co.in/careersওয়েবসাইটের মাধ্যমে, ২৬ জানুয়ারির মধ্যে।

ফি বাবদ দিতে হবে ৭৫০ টাকা।

এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: CRPD/CR/2019-20/20.

বিস্তারিত জানতে ক্লিক করুন ওপরের ওয়েবসাইটে।

 

সম্পর্কিত পোস্ট