পড়ুয়াদের বিক্ষোভের জের, রাজ্যপাল ছাড়াই শুরু হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান

পড়ুয়াদের হাতে ছিল সিএএ, এনআরসি এবং এনপিআর বিরোধী পোস্টার। পড়ুয়াদের বিক্ষোভের জেরে মঞ্চ ছেড়ে ফিরে যান রাজ্যপাল। আচার্যকে ছাড়াই শুরু হল সমাবর্তন অনুষ্ঠান।

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান ঘিরেও ধুন্ধুমার। মঙ্গলবার নজরুল মঞ্চে ঢোকার মুখেই চরম বিক্ষোভের মুখে পড়তে হল রাজ্যপাল জগদীপ ধনকড়কে।

পড়ুয়াদের হাতে ছিল সিএএ, এনআরসি এবং এনপিআর বিরোধী পোস্টার। পড়ুয়াদের বিক্ষোভের জেরে মঞ্চ ছেড়ে ফিরে যান রাজ্যপাল। আচার্যকে ছাড়াই শুরু হল সমাবর্তন অনুষ্ঠান।

এদিন সমাবর্তন অনুষ্ঠান উপলক্ষে নজরুল মঞ্চে উপস্থিত হন রাজ্যপাল জগদীপ ধনকড়। কিন্তু ঢোকার মুখেই পড়ুয়াদের প্রতিবাদের মুখে পড়তে হত তাঁকে। চলে ‘গো ব্যাক’ শ্লোগান।

আরও পড়ুনঃ NRC – CAA এর সমর্থনে শ্যামবাজারে সই সংগ্রহ অভিযান

পরে পুলিশি তৎপরতায় রাজ্যপালকে গ্রিনরুমে নিয়ে যাওয়া হয়। নজরুল মঞ্চে অনুষ্ঠান শুরু দিকেও চলে পড়ুয়াদের বিক্ষোভ। পরে উপাচার্য সোনালী চক্রবর্তীর অনুরোধে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া সম্ভব হয়।

মঙ্গলবার এই সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কথা ছিল নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের। কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে তাঁকে ডিলিট ডিগ্রি দেওয়ার কথা জানানো হয়। ছাত্রদের তরফে জানানো হয়েছে তাঁরা এদিনের অতিথি নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাবেন তাঁরা।

এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের গেট থেকে ফিরিয়ে দেওয়া হয়েছিল রাজ্যপাল জগদীপ ধনকড়কে। তাঁকে ছাড়াই হয় সমাবর্তন অনুষ্ঠান। এবার সেই ঘটনার পুনরাবৃত্তি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানেও।

সম্পর্কিত পোস্ট