মহরমের শোভাযাত্রাতে নিষেধাজ্ঞা জারি সুপ্রিম কোর্টের
দ্য় কোয়ারি ওয়েবডেস্কঃ মহরমের কারণে গোটা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এবং করোনা ভাইরাস ছড়ানোর জন্য শুধুমাত্র একটি সম্প্রদায়কে দোষারোপ করা হতে পারে। তাই মহরমের শোভাযাত্রাতে নিষেধাজ্ঞা জারি করল সুপ্রিম কোর্ট।
এদিন প্রধান বিচারপতি এসএ বোবদে জানান, যদি সুপ্রিম কোর্ট শোভাযাত্রা বের হওয়ার অনুমতি দেয়, সেক্ষেত্রে কোভিড সক্রমণ ছড়িয়ে পড়ার জন্য একটি মাত্র সম্প্রদায়কে দোষারোপ করা হতে পারে।
মহরম পালনের অনুমতির জন্য এদিন সুপ্রিম কোর্টে পিটিশন জমা দেন সৈয়দ কালবে জাওয়াদ। গত জুন মাসে পুরীর রথযাত্রার অনুমোদন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। এদিন মামলার শুনানির চলাকালীন রথযাত্রা উৎসবের কথা উল্লেখ করেন তিনি।
পাল্টা প্রধান বিচারপতি বলেন, পুরীর রথযাত্রা শুধুমাত্র একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ। কিন্তু মহরম তো গোটা দেশজুড়ে পালিত হয়। সেক্ষেত্রে যদি সুপ্রিম কোর্ট অনুমতি দেয়, তাহলে বিপদ বাড়তে পারে।
গোটা দেশের মানুষের বিপদ আনতে পারি না। তবে আপনি যদি শুধুমাত্র একটি এলাকার কথা উল্লেখ করেন, সেক্ষেত্রে আদালত ভেবে দেখতে পারে।
চিঠিতে জীতিনের নাম, ক্ষোভের আগুন উত্তরপ্রদেশের কংগ্রেসে
এদিন সৈয়দ কালবে ওয়াজাদ বলেন, উত্তরপ্রদেশে লখনৌত ভালো সংখ্যক সিয়া সম্প্রদায়ের মানুষ বাস করেন। যদি তাঁদের কথা ভেবে অনুমতি দেওয়া হয়। পাল্টা বিচারপতি এএস বোপান্না এবং ভি রামাসুব্রামনিয়ম জানিয়েছেন, এবিষয়ে এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হওয়া উচিত ছিল।
উল্লেখ্য, ২৩ শে মার্চ দেশজুড়ে লকডাউন ঘোষণার পর থেকেই যে কোনও ধর্মস্থানে প্রার্থনা নিষিদ্ধ করা হয়। কিছু কিছু জায়গায় খুলে দেওয়া হলেও, স্বাস্থ্যবিধির কথা মেনে পুণরায় বন্ধ করে দেওয়া হয়। জুন মাসে পুরীর রথযাত্রা অনুমতি দেয় দেশের সর্বোচ্চ আদালত।
গত সপ্তাহে মুম্বইয়ে পারসীদের পারিউশহান উৎসবের জন্য অনুমতি দেয় সুপ্রিম কোর্ট। যদিও তিনটির মধ্যে যে কোনও একটি মন্দির খোলার অনুমতি দেওয়া হয়। সেখানেও সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট৷