দীর্ঘদিন ধরে রাস্তা ঘিরে আন্দোলন করা যায় না, কৃষকদের উদ্দেশ্যে বার্তা সুপ্রিম কোর্টের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আন্দোলনের অধিকার আইন স্বীকৃত। কিন্তু এভাবে দীর্ঘ সময় ধরে রাস্তা আটকে এভাবে আন্দোলন করা যায় না। কৃষকদের (Farmers) সমালোচনায় সরব হল সুপ্রিম কোর্ট (Supreme Court)। আগামী ৭ ডিসেম্বরের মধ্যে কৃষকদের কাছ থেকে জবাব চেয়ে পাঠালো দেশের সর্বোচ্চ আদালত।

কেন্দ্রের তিন কৃষি আইনের বিরোধিতায় (Farmers Law) গত বছরের নভেম্বর মাস থেকে একটানা আন্দোলন জারি রেখেছেন কৃষকরা (Farmers)। কড়া শীত, গ্রীষ্ম এবং বর্ষার পরেও দিল্লি উপকন্ঠে চলছে কৃষকদের অবস্থান। সিঙ্ঘু (Singhu), টিকরি (TIkri) এবং গাজিপুর (Gazipur) সীমান্তে দীর্ঘ সময় ধরে আন্দোলন চলায় অবরুদ্ধ ওই এলাকার রাস্তা। তাই অবিলম্বে রাস্তা খোলার দাবীতে আদালতের কাছে আবেদন জানানো হয়।

চারকেন্দ্রে আরও ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করল নির্বাচন কমিশণ

এই মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল জানিয়েছেন, মামলা আদালতে বিচারাধীন। তা সত্ত্বেও আন্দোলনের অধিকারের বিরোধী নই আমি। কিন্তু এভাবে রাস্তা আটকে রাখা যায় না। এনিয়ে কোনও সন্দেহ থাকা উচিত নয়। শেষ পর্যন্ত একটা সিদ্ধান্ত নিতেই হবে।

আদালতের রায় ঘোষণার আগে ফের দেশের সমস্ত কৃষকদের আন্দোলনস্থলে ফিরে আসার জন্য আহ্বান জানিয়েছেন সংযুক্ত কিষাণ মোর্চার নেতৃত্ব। কেন্দ্রীয় সরকার তিন কৃষি আইন প্রত্যাহার না করা অবধি আন্দোলন জারি থাকবে বলে জানিয়েছেন তাঁরা।

সম্পর্কিত পোস্ট