বুধবার পেগাসাস স্পাইওয়্যার নিয়ে রায় ঘোষণা করতে চলেছে সুপ্রিম কোর্ট

দ্য কোয়ারি ওয়েবডেস্ক: চলতি বছরে সারা বিশ্বে সবচেয়ে বড় বিতর্কিত বিষয়, পেগাসাস স্পাইওয়্যার (Pegasus Spyware) নিয়ে বুধবার রায় ঘোষণা করতে চলেছে আদালত। সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি সহ তিন বিচারপতির বেঞ্চ রায় ঘোষণা করবে এদিন।

সাত জন আবেদনকারীর আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্টে উপস্থিত হয় পেগাসাস মামলা। সুপ্রিম কোর্টের তরফে জানতে চাওয়া হয়, সরকার কী পেগাসাস স্পাইওয়্যারের ব্যবহার করে সাধারণ নাগরিকের ওপর নজরদারি চালাচ্ছে?

তার জবাবে আদালতকে দেওয়া হলফনামায় সরকার জানায়, যেহেতু বিষয়টির সঙ্গে জাতীয় সুরক্ষার বিষয় জড়িত তাই বিস্তারিত জানাতে চায় না কেন্দ্র। ১৩ সেপ্টেম্বর শেষ শুনানির পর বুধবার রায় ঘোষণা করতে চলেছে আদালত।

কী এই পেগাসাস টুল? এটা অত্যাধুনিক জিরো ক্লিক টেকনোলজির স্পাইওয়্যার (Zero Click Technology spyware)। এটা ফোনে আই মেসেজ (Eye Messege), মিসড কল (Missed Call) এমনকি কোনও অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফোনে প্রবেশ করতে পারে। ফোনে প্রবেশের পর এটি গ্যালারি, ইমেইল, কনট্যাক্টস ব্যবহার করতে পারে৷

উত্তপ্রদেশের দুই প্রিয়াঙ্কা গান্ধী ঘনিষ্ঠ নেতার তৃণমূলে যোগ

এমনকি আপনার ফোনে ব্রাউজার হিস্ট্রি (Browser) ব্যবহার করতে পারে। এমনকি লাইভ লোকেশন (Live Location) ব্যবহার করতে পারে৷ আপনি যদি একান্ত কোনও বৈঠকে উপস্থিত থাকেন তাহলে এই স্পাইওয়্যার আপনার ফোনের ক্যামেরা এবং মাইক্রোফোন অন করে সমস্ত বিষয়ে অবগত হতে পারে।

বার্লিনের অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অফিসিয়ালের কথায়, একবার এই স্পাইওয়্যার ফোনে প্রবেশের পরেই এটা আপনার ফোনের ওপর কন্ট্রোল করতে পারে। এটা অন্যান্যদের থেকে ক্ষতিকারক কারণ, ফোন পেগাসাস ইনফেক্ট হওয়ার পর আপনার ফোনকে অপারেট অবধি করতে পারে৷

১৮ জুলাই বিশ্বের ১৭ টি সংবাদমাধ্যম বিশ্বের ৫০,০০০ জন পেগাসাস ইনফেক্টটেডদের তালিকা প্রকাশ করে৷ যার মধ্যে ভারতের ৩০০ জন রাজনৈতিক নেতা, সমাজকর্মী এবং সাংবাদিক সহ একাধিক সংস্থার নাম আসে। এই তদন্ত প্রথম শুরু করে প্যারিসের একটি এনজিও ফরবিডেন স্টোরিজ। যার সঙ্গে যুক্ত ছিল অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ২০১৭ থেকে শুরু করে ২০১৯ অবধি এই তদন্ত চালানো হয়েছিল।

ওয়াশিংটন পোস্টের একটি রিপোর্টে বলা হচ্ছে চলতি বছরেও ভারতের বেশ কিছু ফোন পেগাসাস স্পাইওয়্যার ইনফেক্ট হয়েছে। ভারত ছাড়াও এই তালিকায় রয়েছেন আজারবাইজান, বাহারিন, হাঙ্গেরি, কাজাখিস্তান, মেক্সিকো, মরোক্কো, রাওয়ান্ডা, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহি। বিশ্বের ৪৫ টি দেশ পেগাসাসের ব্যবহার করে বলে জানা গিয়েছে।

২০১৭ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi ) ইজরায়েল সফরের পরেই ভারতে পেগাসাসের অভিযান চালানো হয়েছিল বলে মনে করা হচ্ছে। এমনকি ইজরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নিতেনয়াহুর সঙ্গে অন্যান্য রাষ্ট্র প্রধানদের বৈঠকের পরেই পেগাসাসের জাল বিছোতে শুরু করে।

হুলুস্থুল পড়ে যায় ভারতে (India)। গোটা বাদল অধিবেশন জুড়ে সংসদের ভিতরে ব্যাপকভাবে সরব হয় বিরোধীরা। যার জেরে একাধিকবার সংসদের কার্যক্রম ব্যহত হয়। বুধবার সুপ্রিম কোর্টের রায় বাতলে দিতে পারে আগামী দিনে জাতীয় রাজনৈতিক ভবিষ্যত। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

সম্পর্কিত পোস্ট