বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রহস্যজনকভাবে মৃত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। পুলিশ সুত্রের খবর সুশান্তের বান্দ্রার বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তার দেহ উদ্ধার করা হয়েছে।
অভিনেতার বয়স হয়েছিল ৩৪ বছর। জনপ্রিয় অভিনেতার মৃত্যুতে শোকাহত বলিউড। ২০১৪ সালে কাইপোছে সিনেমা থেকেই বলিউডে পা রেখেছিল জনপ্রিয় অভিনেতা।
এরপর পিকে, কেদারনাথ, শুধ দেশি রোমান্স ছবিতে অভিনয় করেছেন সুশান্ত। সম্প্রতি এমএসধোনিঃ আনটোল্ড স্টোরি ছিল সব থেকে সুপারহিট ছবি।
এর আগে পবিত্র রিস্তা নামক একটি হিন্দি সিরিয়ালে অভিনয় করেছেন সুশান্ত। বলিউডে খুব কম অভিনয় করলেও তার অভিনয় বারবার প্রশংসিত হয়েছে সিনেমা মহলে।
শুদ্ধ দেশি রোম্যান্স’,ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি, ছিছোরে একের পর এক হিট ছবি সিনে প্রেমী দর্শককে উপহার দিয়ে গিয়েছেন তিনি।
শুধুমাত্র অভিনিয় জগতে নয়, শিক্ষাক্ষেত্রেও ছাপ ফেলেছেন সুশান্ত। পদার্থবিদ্যায় ন্যাশনাল অলিম্পিয়াডের সম্মান পেয়েছিলেন তিনি।
Wtf .. this is not true .. https://t.co/RzYSkegt4i
— Anurag Kashyap (@anuragkashyap72) June 14, 2020
At a loss for words.. So shocked to hear about #SushantSinghRajput’s demise. My condolences with his family.
— Sanjay Dutt (@duttsanjay) June 14, 2020
No No No!!!!! Horrible heartbreaking news of the passing of #SushantSinghRajput ! Shocking & sad beyond words!!! Goodbye Sushant.. you were such a wonderful performer and had such a long long way to go! Don’t know what you were going through but I’m sorry for your suffering! ❤️ pic.twitter.com/OcnSmtxwxh
— Swara Bhasker (@ReallySwara) June 14, 2020
I’m shocked at the tragic passing away of #SushantSinghRajput. A life brimming with promise and possibilities ended abruptly. My condolences to his family and fans 🙏 pic.twitter.com/8g1VCY0Kne
— Ravi Shastri (@RaviShastriOfc) June 14, 2020
https://twitter.com/sonakshisinha/status/1272102398278774787?s=09