মমতার দিল্লি সফরের আগেই শুক্রবার শাহী সাক্ষাতে একগুচ্ছ নালিশ শুভেন্দুর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভোট পরবর্তী হিংসা নিয়ে শুক্রবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার সকালেই বৈঠক হয়  উভয়ের। নন্দীগ্রামের বিধায়কের নালিশ, ভোট পরবর্তী হিংসা বাংলায় এখনো অব্যাহত।

তিনি জানান, “আমি বিরোধী দলনেতা হিসেবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলাম। ওনাকে সমস্ত কথা জানিয়েছি। উনি বিষয়টি দেখার আশ্বাস জানিয়েছেন। পাশাপাশি বাংলা নিয়ে বেশ কিছু উন্নয়নমূলক আলোচনা হয়েছে। তবে সবকিছু সংবাদমাধ্যমের সঙ্গে বলা যাবেনা”।

আগামী ২৬ জুলাই দিল্লি সফরে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ২৭ জুলাই সংসদীয় কমিটির বৈঠকে থাকার কথা রয়েছে তাঁর। সাক্ষাৎ করার সম্ভাবনা রয়েছে সোনিয়া গান্ধী, পি চিদাম্বরম, শরদ পাওয়ার এবং প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সঙ্গে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও তাঁর সাক্ষাৎ করার সম্ভাবনা রয়েছে বলে তৃণমূল সূত্রে খবর।

ইতিমধ্যেই দিল্লিতে হাজির হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০২৪ এর রণনীতি নির্ধারণের লক্ষ্যে যেমন তিনি হাজির হয়েছেন। সেখানে পাশাপাশি লোকসভার অধিবেশনে পেগাসাস থেকে কৃষক আন্দোলন সহ পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির এবং ভ্যাকসিন নিয়ে একাধিক বিষয়ে প্রতিদিন উত্তপ্ত হয়ে উঠছে সংসদের উভয় কক্ষ।

মন্ত্রীর হাত থেকে কাগজ কেড়ে নিয়ে তা ছিঁড়ে ফেলেছিলেন, সাসপেন্ড ডাঃ শান্তনু সেন

অধিবেশনে যোগ দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে থাকাকালীন ও অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের সম্ভাবনার কথা প্রকাশ্যে আসতেই শুভেন্দু অধিকারীর দিল্লি চলে যাওয়া রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

যদিও বিজেপি সূত্রের আগেই জানানো হয়েছিল মুখ্যমন্ত্রী দিল্লিতে থাকাকালীন শুভেন্দু অধিকারী তাঁর দলের বিধায়কদের নিয়ে নানা কর্মসূচিতে থাকবেন। কোনোভাবেই এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ শুভেন্দু অধিকারী। সেকথা স্পষ্ট। শুক্রবার দিল্লিতে শুভেন্দু অধিকারীর উপস্থিতি তারই প্রথম ধাপ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।

সম্পর্কিত পোস্ট