হাসপাতালে ভর্তির ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড বাধ্যতামূলক করা, জারি নির্দেশিকা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ উত্তরবঙ্গে (Northbengal) প্রশাসনিক বৈঠকে সোমবারই মুখ্যমন্ত্রী (mamata Banerjee) স্বাস্থ্যসাথী (Swasthasathi card) কার্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। ২৪ ঘণ্টার মধ্যেই ব্যবস্থা গ্রহন করল রাজ্য স্বাস্থ্য দফতর।
মঙ্গলবার অ্যাডভাইসরি জারি করে সরকারি হাসপাতালে ভর্তির ক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড বাধ্যতামূলক করা হল। এবার থেকে সরকারি হাসপাতালগুলিতে ভর্তির ক্ষেত্রে অন্য সরকারি স্বাস্থ্য প্রকল্পের কার্ডও বাধ্যতামূলক করা হয়েছে।
একই নিয়ম বলবৎ করা হবে সরকারি হাসপাতালের পিপিপি মডেলের (PPP Model) ডায়গনোস্টিক সেন্টারের (Diagnostic Center) ক্ষেত্রেও। আবার যদি দেখা যায় কারও স্বাস্থ্যসাথী কার্ড নেই তাহলে সেক্ষেত্রে হাসপাতাল থেকেই বানিয়ে দেওয়া হবে কার্ড।
চলতি মাসেই বিজেপিকে ‘বুঝে নিতে’ আগরতলায় জনসভা অভিষেকের
মঙ্গলবার জারি করা নতুন অ্যাডভাইসরি অনুযায়ী, প্যাকেজ বহির্ভূত কোনও টাকা নেওয়া যাবে না। প্রসঙ্গত বিভিন্ন সময় অভিযোগ উঠছে স্বাস্থ্যসাথী প্রকল্পের ১৯০০ প্যাকেজের বাইরেও টাকা নিচ্ছে বেসরকারি হাসপাতালগুলি। তাই নতুন আদেশে অতিরিক্ত কোনও টাকা নিতে পারবে না বেসরকারি হাসপাতাল।
পাশাপাশি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য সরকারি রেটে বিল করতে হবে। সোমবার উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক চলাকালীন ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেছিলেন, শুনেছি, বহু বেসরকারি হাসপাতাল স্বাস্থ্যসাথী কার্ড নিচ্ছে না।
এমনটা হলে আগে চিহ্নিত করুন। দ্রুত তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। দরকার হলে আমি তাদের লাইসেন্স বাতিল করব। এরপরই কড়া অ্যাডভাইসরি জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর।