বন্ধ ঘরে বৈঠকে আফগান প্রতিনিধি ও তালিবান জঙ্গিরা
১৫ বছরের বেশি বয়সী মেয়েদের তালিকা চেয়েছে জঙ্গিরা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ হামলা বন্ধ করতে ফের তালিবান প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শুরু করল আফগান সরকার। কাতারের রাজধানী দোহা শহরে এই তুমুল আলোচিত বৈঠক চলছে।
বৈঠকে অংশ নিয়েছেন প্রাক্তন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। তালিবান জঙ্গিদের প্রতিনিধিরা সরাসরি আফগান সরকারের বশ্যতা চাইছে বলেই বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ইঙ্গিত।
দোহা শহরের যে ভবনে এই বৈঠক হচ্ছে তার চারিদিকে কাতারের সেনা মোতায়েন। বন্ধ দরজার ওপারে কী আলোচনা হচ্ছে তা জানতে উদগ্রীব বিশ্ব।
মার্কিন সেনা প্রত্যাহার শুরুর পর আফগানিস্তান জুড়ে শুরু হয়েছে তালিবানি হামলা। দেশটির ৮০ শতাংশ এলাকা নিজেদের দখলে বলে দাবি করছে তালিবান।
রাজধানী কাবুল যে কোনও সময় ফের তালিবান দখলে চলে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে আফগানিস্তানের ১১৬টি জেলা তালেবানের নিয়ন্ত্রণে চলে যাওয়ার তথ্য মেনে নিয়েছে আফগান সরকার।