চারদিনে ৬টি রাজ্যে তালিবান শাসন, আফগান সরকার হাল ছাড়ছে
দ্য কোয়ারি ডেস্ক: গত চারদিনে পরপর ছটি রাজ্যের কর্তৃত্ব সরকারের কাছ থেকে ছিনিয়ে নিল তালিবান। শুধু তাই নয়, চিন, ইরান, পাকিস্তানের মতো প্রতিবেশি দেশগুলির সীমান্তে এখন তালিবান পাহারা। উড়ে গিয়েছে আফগান সেনা।
তাজিকিস্তান, উজবেকিস্তানের মতো সাবেক সোভিয়েত এলাকার সামনেও তালিবান চেকপোস্ট বসেছে। তালিবান অগ্রগতি রাজধানী কাবুলের দিকে।
রাজধানী দখল করে ফের আরেকবার আফগানিস্তানে তালিবান সরকার প্রতিষ্ঠা করার দিকেই অনড় জঙ্গি সংগঠনটি। ইতিমধ্যেই তারা চিন সহ বিভিন্ন দেশের কাছে কূটনৈতিক বার্তা পাঠিয়েছে। চিনের সঙ্গে কূটনৈতিক আলোচনা করেছে তালিবান প্রতিনিধিরা।
আল জাজিরার খবর, তালিবানদের রুখতে নামছেন আফগান সাধারণ নাগরিকরা। কারণ, তাঁদের স্মৃতিতে রয়েছে নব্বই দশকের ভয়াবহ তালিবান শাসন। কান্দাহার, লস্কর গাহ, হেরাট প্রদেশে তালিবানদের সঙ্গে সেনা ও সাধারণ আফগানি যৌথ বাহিনির সংঘর্ষ চলছে।
তবে ধীরে ধীরে এলাকা ছোট করে আনছে তালিবান। কাবুল দখল করাই তাদের মূল লক্ষ্য। মার্কিন সেনা আফগানিস্তান থেকে সরে যাওয়া শুরু করতেই তালিবান হামলায় পিছু হটতে থাকে সরকারি সেনা।