টার্গেট বিধানসভা নির্বাচনঃ পশ্চিমবঙ্গে পর্যবেক্ষক পদে নিযুক্ত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জীতিন প্রসাদ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সময় যতই এগিয়ে আসছে ততই বাংলার রাজনীতিতে উত্তেজনার পারদ ক্রমশ বাড়তে শুরু করেছে। সরকার গঠনের লক্ষ্যে সমস্ত দল তাদের সেরাটা উজাড় করে দিতে চাইছে। বাংলার কংগ্রেসে বড়সড় বদলি আনল কংগ্রেস হাইকম্যান্ড। পশ্চিমবঙ্গে পর্যবেক্ষক পদে নিযুক্ত করা হল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জীতিন প্রসাদকে।
গত মাসে পূর্ণ সভাপতি পদের আবেদন জানিয়ে সোনিয়া গান্ধীকে যে ২৩ জন কংগ্রেস নেতা চিঠি পাঠিয়েছিলেন, তার মধ্যে অন্যতম ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জীতিন প্রসাদ।
বলা হয় উত্তরপ্রদেশের ব্রাহ্মণ ভোটের জন্য জীতিন প্রসাদের মুখ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাহুল গান্ধীর পর দলে তরুণ নেতাদের গুরুত্ব না দেওয়ার কারণে ক্ষোভ তৈরি হয়েছিল।
তার ফলস্বরূপ মধ্যপ্রদেশে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং রাজস্থানে শচীন পাইলটের মতবদল দেখা গিয়েছে। সেই কারণেই কি তরুণ নেতাদের গুরুত্ব বাড়িয়ে সংগঠন চাঙ্গা করতে চাইছে কংগ্রেস?
গত মাসে সোনিয়া গান্ধীকে পাঠানো চিঠিতে জীতিনের নাম থাকায় ক্ষোভে ফেটে পড়ে লাখিমপুর খেরি কংগ্রেসের দলীয় নেতারা। ২০০৯ সালে ধৌরহরা লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে জয়লাভ করেন জীতিন। তারই মধ্যে পড়ে লাখিমপুর খেরি।
সম্প্রতি উত্তরপ্রদেশে নবগঠিত কংগ্রেসের কমিটিতে জীতিনের নাম না থাকায় রাজনৈতিক মহলে একাধিক প্রশ্ন উঠতে শুরু করে।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/kangana-context-sanjay-raut-threatened-arrested-from-taliganj-1/
উত্তরপ্রদেশের দুই জনপ্রিয় কংগ্রেস নেতা রাজ বব্বর এবং জীতিনের নাম বাদ পড়ায় অনেকেই বলতে শুরু করেন সোনিয়া গান্ধীকে চিঠি লেখাতেই এহেন শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে দল।
পরিবর্তে গান্ধী পরিবারের ঘনিষ্ঠ বেশ কিছু নেতা কমিটিতে জায়গা পাওয়াতে সমীকরণ সোজা হয়ে যায়। কিন্তু বাংলার মতো বিশেষ গুরুত্বপূর্ণ রাজ্যে কংগ্রেসের জীতিনকে দায়িত্ব দেওয়ায় সেই জল্পনায় জল ঢালার চেষ্টা করা হচ্ছে।
যদিও চাপা ছাই সরিয়ে রাজনৈতিক মহলে উঠে আসছে কতগুলি প্রশ্ন। বাংলায় কংগ্রেসের জোট বামেদের সঙ্গে হলেও বিজেপি এবং তৃণমূলের মতো দুই সরকার নিয়ন্ত্রিত দলকে পরাস্ত করতে কতটা সক্রিয় হবে কংগ্রেস?
সেইসঙ্গে লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে কংগ্রেসের ব্যাপক হারের পর বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়াই করতে জীতিনের স্ট্রাটেজি কতটা কাজে লাগে, সেটারই জল মাপতে চাইছে হাইকম্যান্ড। এটাই জীতিনের কাছে অগ্নিপরীক্ষা নয়তো?