তারকা প্রার্থীদের টিকিট দেওয়া নিয়ে দলীয় নেতৃত্বের ওপর ক্ষোভ উগড়ে দিলেন তথাগত রায়

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিতর্কিত মন্তব্যের জেরে একাধিকবার তাঁর নাম আলোচনায় উঠে এসেছে। কিন্তু সমস্ত কিছু ‘থোড়াই কেয়ার’ করে এবার দলের তারকা প্রার্থীদের বিষয়ে বিতর্কিত মন্তব্য করে টুইট করে বসলেন তথাগত রায়।

‘ নগরের নটী’ বলে কটাক্ষ করে বর্ষীয়ান বিজেপি নেতার মন্তব্য, “পায়েল শ্রাবন্তী পার্নো ইত্যাদি ‘নগরীর নটীরা’ নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেড়িয়েছেন আর মদন মিত্রর সঙ্গে নৌকাবিলাসে গিয়ে সেলফি তুলেছেন (এবং হেরে ভূত হয়েছেন) তাঁদেরকে টিকিট দিয়েছিল কে ? কেনই বা দিয়েছিল? দিলীপ-কৈলাশ-শিবপ্রকাশ-অরবিন্দ প্রভুরা একটু আলোকপাত করবেন কি ?” পরে অবশ্য পার্নো মিত্রের নাম সংশোধন করে তনুশ্রী চক্রবর্তীর দিকে প্রশ্ন তোলেন তিনি।

তিনি আরও বলেন, এই সমস্ত অভিনেত্রীদের সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। তবুও কি কারণে তাঁদেরকে টিকিট দেওয়া হল? কে দিয়েছিল? এই মহিলারা এতটাই রাজনৈতিকভাবে বুদ্ধিহীন, তাঁরা স্টিমারে চেপে মদন মিত্রের সঙ্গে প্রমোদ ভ্রমনে গিয়েছিলেন।

 

২১ নির্বাচনে বিজেপির চ্যালেঞ্জ করেছিল এবারের নির্বাচনে ২০০ আসন পার করবে তাঁরা। কিন্তু তা তো হয়নি, বরং ৭৭ আসন পেয়ে সন্তুষ্ট থাকতে হয় বিজেপিকে। এর দায় কার? তা নিয়ে রবিবার থেকেই শুরু হয়েছিল জল্পনা। এবার তথাগত রায়ের টুইটে সেটাই প্রকট হতে শুরু করেছে।

আরও পড়ুনঃ কেন্দ্রীয় নেতৃত্বের মনিটরিং, নাকি রাজ্য নেতৃত্বের গাফিলতি? প্রশ্নে জেরবার গেরুয়া শিবির

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ এবং অরবিন্দ মেননের পাশাপাশি দিলীপ ঘোষের দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন তথাগত রায়। সেই সঙ্গে বিজেপির নেতৃত্বকে ‘প্রভু’ বলে কটাক্ষ করেছেন তিনি। মঙ্গলবার সকালে তথাগত রায়ের টুইট ঘিরে আরও একবার অস্বস্তিতে পড়েছে দল।

রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবী, পালিয়ে যাওয়ার রাজনীতি তিনি করেন না। অর্থাৎ ঘুরিয়ে যে তিনি তথাগত রায়কে জবাব দিলেন সেবিষয়ে কোনও সন্দেহ নেই।

ত্রিপুরা এবং মেঘালয়ের রাজ্যপাল পদে থাকার পর ফের রাজনীতিতে ফিরে আসেন তথাগত রায়। দলের টিকিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর থেকে লড়াই করতে চেয়েছিলেন তিনি। কিন্তু বিজেপির তরফে রুদ্রনীল ঘোষকে টিকিট দেওয়ায় দলের ওপর ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তিনি। এবার ফল প্রকাশের পর দলের খারাপ ফল নিয়ে কটাক্ষ করলেন বর্ষীয়ান নেতা।

 

সম্পর্কিত পোস্ট