শিক্ষক ও যুব সম্প্রদায়ের সমর্থন আদায়ে ত্রিপুরায় শিক্ষক দিবস পালন তৃণমূলের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ খেলা হবে দিবস তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের পর এবার বিপ্লব গড়ে পালিত হবে শিক্ষক দিবস।একদিকে ত্রিপুরার মানুষের জনসমর্থন আদায়, অন্যদিকে বিরোধী দল হিসাবে রাজ্যের শিক্ষক ও যুব সম্প্রদায়ের মধ্যে নিজেদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করা। এই দুটো লক্ষ্য নিয়েই এবার ত্রিপুরায় শিক্ষক দিবস পালনের জন্য কোমর বেঁধে নেমেছে তৃণমূল কংগ্রেস।
কর্মসূচিতে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছেন তৃণমূল নেত্রী সুস্মিতা দেব। জানা গিয়েছে এদিন ত্রিপুরা জুড়ে এ রাজ্যের মতই শিক্ষকদের সম্মান জানাবে ছাত্র-যুব। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকদের তৃণমূলের মঞ্চ থেকে সংবর্ধনা দেওয়া হবে। মূলত ত্রিপুরা জুড়ে যে শিক্ষক আন্দোলন হচ্ছে তারই পাশে দাঁড়াচ্ছে তৃণমূল।
এদিন ত্রিপুরায় বিভিন্ন শিক্ষক নেতাদের সঙ্গে দেখা করেন তৃণমূল কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কাছে ত্রিপুরায় সবথেকে বড় হাতিয়ার হতে চলেছে শিক্ষক আন্দোলন। শিক্ষকদের চাকরির দাবিতে আন্দোলনের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস।
একইভাবে সেখানকার যুব সম্প্রদায়ের চাকরির প্রতিশ্রুতি দিয়েছে এ রাজ্যের শাসক দল। আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে নিয়েই আগামী ৫ ই সেপ্টেম্বর ত্রিপুরায় বড় আকারে শিক্ষক দিবস পালন করতে চলেছে তৃণমূল কংগ্রেস।
কর্মসংস্থান থেকে মূল্যবৃদ্ধি, বিপ্লবদেব সরকারের বিরুদ্ধে প্রচারে ঝড় সুস্মিতা-মলয়ের
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গিয়েছে, শিক্ষক দিবসের দিন ছাত্র-যুবদের এলাকার শিক্ষকদের পায়ে হাত দিয়ে প্রণাম করে তাদের আশীর্বাদ নেওয়ার কথা। দল যে তাদের সম্মান দিয়েই এগোতে চায় সে কথা বলতে কখনোই দ্বিধা করেননি তিনি।
একইভাবে ত্রিপুরায় যখন দলের সম্প্রসারণের গুরুত্বপূর্ণ কাজ চলছে, সেখানেও বাংলার সৌজন্যের পরম্পরাই চালু করতে চান মমতা।