যত্রতত্র পড়ে ব্যবহার করা পিপিই, পুরসভা ও স্বাস্থ্য দপ্তরের ভূমিকায় ক্ষোভ প্রকাশ বিজেপির

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর ও শহরের যত্রতত্র পড়ে রয়েছে ব্যবহার করা পিপিই। এই নিয়ে ছড়িয়েছে আতঙ্ক।

সংবাদমাধ্যমের কাছ থেকে ঘটনা শুনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ও ইংরেজবাজার পৌরসভা। গোটা ঘটনা নিয়ে পুরসভা ও স্বাস্থ্য দপ্তরের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বিজেপি।

মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড টেস্টিং ইউনিটের পাশেই পড়ে রয়েছে ব্যবহার করা পিপিই। শুধু মেডিকেল কলেজে নয় শহরের পথে ঘাটে ও কয়েক জায়গায় পড়ে রয়েছে এধরণের পিপিই।

করোনা কালে বিধায়ক উন্নয়ন তহবিল না পাওয়ার অভিযোগ বিরোধীদের

ঘটনাটি সংবাদমাধ্যমের নজরে আসতেই নড়েচড়ে বসল হাসপাতাল কর্তৃপক্ষ। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রিন্সিপাল পার্থপ্রতিম মুখোপাধ্যায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন।

ইংরেজবাজার পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য দুলাল সরকার বলেন পুরসভা ও বেসরকারি হাসপাতালের সামনে পড়ে রয়েছে এমন পিপিই গুলি সরিয়ে নেওয়ার ব্যবস্থা হচ্ছে।আর কেউ যদি ইচ্ছাকৃতভাবে ফেরে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

স্বাস্থ্য দপ্তরের ও পুরসভার ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপির মালদা জেলার সহ-সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়।

সম্পর্কিত পোস্ট