করোনা নিয়ে সাম্প্রদায়িক প্রচার করছে বিজেপি, সাংবাদিক বৈঠকে তোপ বিধায়ক সমর মুখার্জির

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনা নিয়ে সাম্প্রদায়িক প্রচার করছে বিজেপি। এই মহামারীর সময় সাধারণ মানুষের পাশে না দাঁড়িয়ে গোটা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গ জুড়ে নোংরা রাজনীতি করছে বিজেপি।

এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে হেয় করার জন্য এই অপপ্রচার শুরু করেছে বিজেপি। রবিবার সামসী হাটের কমিউনিটি হলে বিজেপির এই অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন রতুয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক সমর মুখার্জি।

এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে অনেকটাই ভালো করোনা পরিস্থিতি। করোনা মোকাবিলায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনরাত এক করে কাজ করে চলেছেন। ঝাঁপিয়ে পড়েছেন চিকিৎসক, নার্স এবং পুলিশকর্মীরা। কিন্তু করোনা নিয়ে গোটি রাজ্যজুড়ে অপপ্রচার শুরু করেছে বিজেপি।

সোমবার থেকে রাস্তায় নামছে ১২০০ সরকারি বাস ও ৪৫০০ বেসরকারি বাস

বর্তমানে রতুয়ায় আক্রান্তের সংখ্যা ১৫ জন। তার মধ্যে ১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তিনি বলেন, ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা মালদায় এসে পৌঁছেছে। বর্তমানে তাদের কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে। সেই সেন্টার গুলিতে খাবার পাঠানো, যে শ্রমিকরা বাড়ি ফিরেছে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা, দলীয় ভাবে হেল্পলাইন নম্বর খোলা তার পাশাপাশি এলাকায় নজরদারির জন্য দুজন করে কর্মী নিয়োগ করা হয়েছে।

তিনি অভিযোগ তুলে বলেন বিভিন্ন সময় কেন্দ্র সরকার তাদের বঞ্চনা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় করোনা মোকাবিলায় লকডাউন পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন। তার নির্দেশে মালদা জেলাতে দলীয় নেতৃত্ব গরিব মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছেন। কিন্তু বিজেপি তা নিয়ে অপপ্রচার শুরু করেছেন। তাদের উদ্দেশ্য মুখ্যমন্ত্রীর ভাবমূর্তিকে নষ্ট করা। কিন্তু আমরা তা কখনোই হতে দেবো না।

সম্পর্কিত পোস্ট