তপনে একই পরিবারের ৫ জনের দেহ উদ্ধার, ধন্দে পুলিশ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ একই পরিবারের ৫ সদস্যের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকালে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুরের তপন থানার চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের জামালপুর এলাকায়। মৃতেরা হলেন অনুপ বর্মণ, উলুবালা বর্মণ, মল্লিকা বর্মণ, বিউটি বর্মণ, স্নিগ্ধা বর্মণ। কী কারণে ঘটল এই মর্মান্তিক ঘটনা তার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত অনুপ বর্মন পেশায় কৃষক ছিলেন। শনিবার রাতে ধান কাটার কাজ শেষ হয়। রাতে তার বাড়িতেই একটি ছোটখাটো অনুষ্ঠানে হাজির ছিলেন এলাকার অনেকেই। রবিবার সকালে তার বাড়িতে ধান কাটার মেশিন আনতে যান এক প্রতিবেশী। তখনই চক্ষু কপালে ওঠে তার।

বারবার ডাকাডাকি করে সাড়া নে পেয়ে দরজা ধাক্কা মারেন তিনি। দরজা খুলতেই ঝুলন্ত অবস্থায় ৫ জনের দেহ দেখতে পান তিনি। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে মৃতদেহ গুলি ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/police-are-accused-of-illegally-withdrawing-money-despite-having-valid-papers/

গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। হতভম্ব গোটা পাড়া। কী কারণে এমন ঘটনা ঘটালেন অনুপ বাবুরা, তা কিছুতেই বুঝতে পারছেন না তারা। কোনো বিবাদের জেরে খুন নাকি অবসাদের কারণে পরিবারকে খুন করে নিজে আত্মঘাতী হন অনুপ বাবু, তা স্পষ্ট নয়।

সম্পর্কিত পোস্ট