৭ মার্চ দুপুর দুটোয় রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন , ঘোষণা রাজ্য়পালের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আগামী ৭ মার্চ দুপুর দুটোয় রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন ডাকলেন রাজ্যপাল। আজ রাজভবনের রাজ্যের মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদির সঙ্গে আরেক দফা বৈঠকের পর রাজ্যপাল এই সংক্রান্ত নির্দেশ জারি করেন।
সোমবার রাজ্য মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বিধানসভার আসন্ন অধিবেশন ডাকার সময় নিয়ে গৃহীত প্রস্তাবের ওপর আলোচনা করতে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এদিন রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকর এর সঙ্গে দেখা করেন। পরে রাজ্যপাল এক টুইটে জানিয়েছেন সাতই মার্চ দুপুর দু টোয় অধিবেশন ডাকা নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে।
এদিন সকাল ১০টায় মুখ্যসচিব তাঁর সঙ্গে দেখা করতে চান বলে জানিয়েছিলেন রাজ্যপাল। সেইমতো এদিন নির্দিষ্ট সময়ে রাজভবনে পৌঁছে যান মুখ্যসচিব। আগামী ৭ মার্চ দুপুর ২টোয় বাজেট অধিবেশনের সিদ্ধান্তের কথা রাজ্যপালকে জানান তিনি।
দ্রুত ও নিরাপদে ইউক্রেন থেকে পড়ুয়াদের ফেরানোর দাবিতে কেন্দ্রকে বার্তা রাজ্যের
কিছুদিন আগে রাজ্য মন্ত্রিসভার একটি চিঠির প্রতিলিপি টুইট করে রাজ্যপাল জানিয়েছিলেন, আগামী ৭ মার্চ রাত ২টোয় বিধানসভা অধিবেশন ডাকা হচ্ছে। কেন রাত দুটোয় অধিবেশন ডাকা হয়েছে, তার জবাবও তলব করেছিলেন তিনি। সেইমতো মুখ্যসচিবকে ডেকেও পাঠানো হয়।
যদিও বিধানসভা অধিবেশনের সময়সূচি বিষয়ে রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, টাইপে ভুলের কারণেই এই বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল। তৃণমূলের তরফেও এই একই দাবি করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেন রাজ্যপালকে।
তাঁদের দুজনের মধ্যে এই বিষয়ে কথাও হয়। গত সোমবার রাজ্যপালের কাছে সংশোধন করে একটি চিঠি পাঠানো হয়। সেই চিঠিতে ৭ মার্চ দুপুর ২টোয় অধিবেশন ডাকার কথা লেখা আছে।