সেইলের দুটি কারখানা রাজ্য থেকে স্থানান্তরের কোনো পরিকল্পনা নেই কেন্দ্রের, চিঠি দিয়ে অমিত মিত্রকে জানালেন ধর্মেন্দ্র প্রধান

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  রাজ্যে সেইলের দুটি কারখানা সরিয়ে নেওয়া বা সেখানকার কর্মী সংকোচন করার কোন পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের নেই। সম্প্রতি এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং ইস্পাত মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

দূর্গাপুর স্টিলপ্লান্ট এবং বার্নপুরের ইস্কো স্টিলপ্লান্ট দুটি এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া এবং বর্তমান পরিস্থিতিতে কর্মী সংকোচন করার পরিকল্পনার কড়া সমালোচনা করে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি দিয়েছিলেন।

তার উত্তরে কেন্দ্রীয়মন্ত্রী এই দুটি মর্যাদাপূর্ণ কারখানায় আরও বিনিয়োগ বাড়িয়ে তা সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়ে অর্থমন্ত্রীকে পাল্টা চিঠি দিয়েছেন। কারখানা দুটি চালাতে কাঁচামাল হিসেবে যে লৌহ আকরিক প্রয়োজন হয় তা বর্তমানে অন্য রাজ্য থেকে আনা হলেও ভবিষ্যতে রাজ্য সরকারের সহায়তায় এখানেই  উৎপাদন করার পরিকল্পনা রয়েছে বলেও চিঠিতে উল্লেখ করেছেন তিনি।

উল্লেখ্য কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রকের অধীনে থাকা এই সংস্থাটি বর্তমানে বছরে একুশ মিলিয়ন টন ইস্পাত উৎপাদন করে। আগামী নয় বছরের মধ্যে তা বাড়িয়ে ৫০ মিলিয়ন টন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

৮০ দিন পর সর্বনিম্ন দেশে কোভিড আক্রান্তের সংখ্যা

প্রসঙ্গত, জানা যায় রাষ্ট্রায়ত্ত স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের কাঁচামাল বিভাগের সদর দপ্তর কলকাতা থেকে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। প্রতিবাদ জানিয়ে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে চিঠি লিখেছিলেন।

তিনি তাঁর চিঠিতে উল্লেখ করেছিলেন, এই সিদ্ধান্ত কার্যকর হলে এই অতিমারী পরিস্থিতিতে সংস্থার অস্থায়ী কর্মীরা কাজ হারিয়ে সমস্যায় পড়বেন। তেমনই স্থায়ী কর্মীরাও রাতারাতি অন্য জায়গায় বদলি হতে বাধ্য হবেন।

পাশাপাশি সেলের কাঁচামাল বিভাগ রাজ্য থেকে সরিয়ে নিয়ে যাওয়া হলে রাজ্যের হাতে থাকা দুর্গাপুর এবং বার্নপুর ইস্পাত কারখানা কাঁচামালের অভাবে সমস্যায় পড়বে বলেও তিনি চিঠিতে আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি। এই সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক কারণ রয়েছে বলেও অর্থমন্ত্রী চিঠিতে ইঙ্গিত দিয়েছিলেন। যদিও পাল্টা চিঠি দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যের অর্থমন্ত্রীর লেখা চিঠির সব জল্পনা উড়িয়ে দিয়েছেন।

সম্পর্কিত পোস্ট