সোমবার থেকেই রাস্তায় নামবে বেসরকারি বাস ঘোষণা মুখ্যমন্ত্রীর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গ্রিন জোনে সোমবার থেকেই চলবে বেসরকারি বাস। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বাস চললেও ২০ জনের বেশি যাত্রী নেওয়া যাবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
তবে বাস চলাচলে ছাড় দেওয়া হলেও লকডাউনের সব শর্ত বাসকর্মীদের মানতে হবে বলে জানিয়ছেন মুখ্যমন্ত্রী।
মাস্ক পরে সামাজিক দূরত্ব মেনে বাসে যাতায়াত করা যাবে। বাসে কখনই ২০ জনের বেশি যাত্রী নেওয়া যাবে না। গ্রিন জোনে চলাচল করলেও জেলার বাইরে বাস নিয়ে যাওয়া যাবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
টিকিয়াপাড়ার ছোট ঘটনা নিয়ে রাজনীতি করছে বিজেপি বললেন মুখ্যমন্ত্রী
লকডাউনের জেরে চূড়ান্ত দুর্ভোগে পড়েছেন রাজ্যের বেসরকারি পরিবহণ মাধ্যমের সঙ্গে যুক্ত কর্মীরা। বাস মালিকরাও চরম বিপাকে পড়েছেন। পরিবহণ ব্যবসার সঙ্গে যুক্তদের কথা ভেবেই রাজ্যের গঠিত টাস্ক ফোর্স লকডাউন পরিস্থিতিতে নয়া সিদ্ধান্ত নিয়েছে।
এরই পাশাপাশি সোমবার থেকেই পাড়ায়-পাড়ায় ছোট দোকানও খোলা যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
হার্ডওয়ার, মোবাইল রিচার্জের দোকান, বই, রং, চা, পানের দোকান ও লন্ড্রী খোলা যাবে। ছোট দোকান খোলা গেলেও ফুটপাতে হকাররা এখনই বসতে পারবেন না। তবে ভিড় বা কোনওরকম জমায়েত বরদাস্ত করা যাবে না বলে সাফ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।