সংক্রমণ থেকে রক্ষায় সময়িকভাবে উপান্নে মুখ্যমন্ত্রীর দফতর সরতে পারে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যের সচিবালয় নবান্নে করোনা সংক্রমনের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী সহ ভিভিআইপিদের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে মুখ্যমন্ত্রীর দপ্তরসহ কয়েকটি গুরুত্বপূর্ণ দফতর সাময়িকভাবে স্থানান্তরিত করা হতে পারে ।
যদিও এবিষয়ে মুখ্যমন্ত্রীর অনুমোদন আছে কিনা জানা যায়নি। নবান্ন লাগোয়া নতুন এনেক্স বিল্ডিং উপান্ন ভবনে মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবের দফতর করতে চায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা।
দিন কয়েক আগেই মুখ্যমন্ত্রী নবান্ন লাগোয়া ওই এনেক্স ভবনের উদ্বোধন করেন। নবান্ন থেকে বেশ কয়েকটি দফতর ওই ভবনের সরিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি সেখানে একটি অতিথিশালা করারও পরিকল্পনা ছিল।
কেন্দ্রের কথা ও কাজের মিল নেইঃ সৌগত
কিন্তু বর্তমান পরিস্থিতিতে নবান্নে একাধিক কর্মী ও আধিকারিকের করোনা সংক্রমণ হওয়ায় মুখ্যমন্ত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতে তাঁর দফতর সাময়িকভাবে সেখানে সরিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবা হচ্ছে।
রাজ্যে করোনা সংক্রমণ মাথাচাড়া দেওয়ার পর থেকেই একাধিক বার সংক্রমণের কবলে পড়েছে নবান্ন। শীর্ষ আধিকারিক থেকে গাড়ির চালক, আক্রান্তের তালিকা দীর্ঘ। নিয়মিত স্যানিটাইজেশন এবং যাবতীয় সুরক্ষা বিধি মেনেও এই প্রবণতায় লাগাম টানা যাচ্ছেনা।
তাই স্বাভাবিক ভাবেই সাধারণ কর্মী থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর মত ভিভিআইপিদের সুরক্ষা নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের প্রধান মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। সেকারণেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।