বিধানসভার ফলের দিন বিজয় মিছিলে নিষেধাজ্ঞা কমিশনের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আগামী 2 মে পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোটগণনার দিন বা তার পরে বিজয় মিছিলের উপর নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন ৷ কোভিডের সংক্রমণ নিয়ে মাদ্রাজ হাইকোর্টের তিরষ্কারের পর এমনই তত্পরতা নিল কমিশন ৷

27 মার্চ থেকে 29 এপ্রিল পর্যন্ত নানা ধাপে পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, অসম ও পুদুচেরিতে বিধানসভা নির্বাচন সম্পাদিত হয়েছে ৷ বাংলায় এখনও বাকি এক দফা ৷ আগামী 2 মে এই পাঁচ রাজ্যেরই ভোটগণনা ৷

ফল ঘোষণার পর বিজয়ী দলের জমায়েত করা, মিছিল করার চল রয়েছে ৷ আর তাতেই কোভিডের সংক্রমণ আরও বৃদ্ধি পাওয়ার সমূহ সম্ভাবনা ৷ সেই কারণে ফলঘোষণার দিন বা তার পরে যাবতীয় বিজয় মিছিলের উপর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে নির্বাচন কমিশন ৷

কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে, 2 মে ফল ঘোষণার দিন বিজয়ী প্রার্থী যখন জয়ের সার্টিফিকেট নিতে যাবেন, তখন তাঁর সঙ্গে দু জনের বেশি লোক থাকতে পারবেন না ৷ আর যাবতীয় বিজয় মিছিল নিষিদ্ধ থাকছে ৷ গত সপ্তাহে বাংলায় ভোটের মাঝে সব দলের নির্বাচনী প্রচার, জনসভা, রোড শো, পদযাত্রা ও গাড়ি বা বাইক নিয়ে মিছিলে নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন ৷

সপ্তম দফার নির্বাচনে মুর্শিদাবাদে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে

দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের বাড়-বাড়ন্তের জন্য গতকাল নির্বাচন কমিশনকে দায়ী করে তীব্র ভর্ত্সনা করে মাদ্রাজ হাইকোর্ট ৷ কোনও রাখঢাক না-করে আদালত বলে, গত কয়েক মাস ধরে কোভিড প্রোটোকল না-মেনে চলা প্রচার বন্ধ না-করে, কমিশন সবচেয়ে দায়িত্বজ্ঞানহীন প্রতিষ্ঠানের মতো কাজ করেছে ৷

এ জন্য কমিশনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা উচিত ৷ প্রয়োজনে 2 মে গণনা বন্ধ করে দেওয়া হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে আদালত ৷ মাদ্রাজ হাইকোর্টের এই তীব্র কটাক্ষের পর আজ কড়া পদক্ষেপ করল নির্বাচন কমিশন ৷

সম্পর্কিত পোস্ট