অপরাধ ‘বিরল’, স্বাধীন ভারতে প্রথমবার ফাঁসি হতে চলেছে মহিলার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রথমবার বিরল ঘটনার সাক্ষী হতে চলেছে গোটা দেশ। স্বাধীনতার পরে এই প্রথমবার একজন মহিলার ফাঁসির সাক্ষী হতে চলেছে গোটা দেশ। অপরাধের মাপদন্ড শুনলে চমকে যাওয়ার মতো।

উত্তরপ্রদেশের বাসিন্দা শবনমের ফাঁসির সিদ্ধান্তের পুনর্বিবেচনার আবেদন খারিজ করেছে আদালত। এমনকি প্রাণভিক্ষার আর্জি খারিজ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

ডেথ ওয়ারেন্ট পাওয়া মাত্রই ফাঁসি কার্যকর করা হবে। প্রস্তুতি শুরু হয়েছে মথুরা জেলে। সেখানে উপস্থিত হয়েছেন পবন জহ্লাদ। নির্ভয়ার দোষীদের ফাঁসি দিয়েছিলেন তিনিই।

আরও পড়ুনঃ বহিষ্কারের পর কংগ্রেসে মোশারফ

২০০৮ সালের নিজেরই পরিবারের সাতজনকে কুঠার দিয়ে নৃশংসভাবে খুন করে শবনম। প্রেমিকের সঙ্গে সম্পর্ক মেনে না নেওয়ায় বাবা, মা এমনকি দশ মাসের ভাইপোকে হত্যা করেন শবনম। এই অপরাধকে বিরল বলে আখ্যা দিয়েছে আদালত।

মথুরার যে ঘরে শবনমের ফাঁসি হওয়ার কথা সেখানে স্বাধীনতার পর থেকে এখনও কোনও মহিলার ফাঁসি হয়নি। যদিও ফাঁসির সিদ্ধান্ত এখনও চূড়ান্ত নয় বলে জানিয়েছেন জেলের সুপারিনটেন্ডেন্ট। অপেক্ষা করা হচ্ছে ডেথ ওয়ারেন্টের।

সম্পর্কিত পোস্ট