করোনা এযুগের অসুর, খোলা হোক মন্দির আবেদন প্রধানমন্ত্রীর কাছে

রাহুল গুপ্ত

করোনা ভাইরাস এযুগের অসুর। বিজ্ঞান নয়, তাকে একমাত্র মারতে পারবেন দেবতারা। দেবশক্তির সাহায্যেই বিনাশ ঘটবে করোনার। এমনই মত দেশের পুরোহিতদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তাই মন্দিরগুলি খুলে দেওয়ার আবেদন জানালেন পুরোহিতরা। শনিবার অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ প্রিস্টের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে এই আবেদন জানানো হয়।

ওই সংস্থার পক্ষ থেকে জানানো হয়, মন্দির ও ধর্মস্থানগুলি খুলে দেওয়া হোক। যদি মন্দির খুলে দেওয়া হয়, তবে করোনা ভাইরাস এই দেশের কিছু করতে পারবে না। মন্দির বন্ধ করে দেওয়ায় ক্রুদ্ধ হয়েছেন দেবতারা। তাই করোনা ভাইরাস ক্রমশ ছড়িয়ে পড়ছে বলে আশঙ্কা তাঁদের। মন্দির বন্ধ থাকলে ভগবানের সঙ্গে মানুষের দূরত্ব বেড়ে যায়। ঘরে বসে প্রার্থনায় সেই দূরত্ব কমানো সম্ভব নয় বলে মত তাঁদের।

পঞ্চম দফা আর্থিক প্যাকেজ- সাংবাদিক সম্মেলন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

এছাড়াও পুরোহিতদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করুক কেন্দ্র, আর্জি জানিয়েছেন পাঠক। মন্দির ও ধর্মস্থান বন্ধ থাকায় টান পড়েছে রুজি রোজগারে। তাই পাশে দাঁড়াক কেন্দ্র চাইছেন তাঁরা। তাঁদের দাবি ধর্মীয় ভ্রমণ স্থানগুলি খুলে দিলে কিছুটা সুরাহা হবে। তবে অবশ্যই মানা হবে সামাজিক দূরত্ব।

উল্লেখ্য , ১৭ মে অর্থাৎ রবিবার শেষ হচ্ছে লকডাউন ৩.০। ১৮ মে থেকে শুরু হবে চতুর্থ দফার লকডাউন। আর তার জন্য গাইডলাইন সম্ভবত রবিবারই ঘোষণা করা হবে। প্রধানমন্ত্রী আর নতুন করে কোনও ভাষণ দেবেন না, শুধু স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে নতুন গাইডলাইন জারি করা হবে। তবে এবারের লকডাউন যে আগের গুলোর থেকে একেবারেই আলাদা হবে, সেই ইঙ্গিতও আগেই দিয়েছেন প্রধানমন্ত্রী।

২৫ মার্চ থেকে যে লকডাউন শুরু হয়েছিল, তা শেষ হয় ১৪ এপ্রিল। এরপর সেই লকডাউন ফের বাড়ানো হয় ৩ মে পর্যন্ত। এরপর ১৭ মে পর্যন্ত আবার লকডাউন বাড়ানো হয় ।

সম্পর্কিত পোস্ট