রাত জেগে সামিল সারা পৃথিবী , প্রতিবাদের ঝড় এখনো থামেনি

অনন্যা ব্যানার্জি:– উত্তাল বাংলা ! দেশজুড়ে নারী স্বাধীনতার ডাক। আরজি কর হাসপাতাল কাণ্ডে গোটা বাংলা ন্যায়বিচারের দাবিতে , মেয়েদের দখলে রাত । মেয়েরা জেগে উঠেছে,এমনকি অনেক ছেলেরাও সামিল হয়েছে । বাংলার বিভিন্ন জায়গায় চলছে ফ্রিডম অ্যাড মিডনাইট “WE WANT JUSTICE”। তার আগে বাংলার উত্তর থেকে দক্ষিণে , পূর্ব থেকে পশ্চিমে চলছে আন্দোলন। ৫ বছর থেকে শুরু করে ৮০ বছরের প্রত্যেক মহিলা সামিল হয়েছে ১৪ আগস্ট ঠিক ১৫ আগস্ট এর কিছু মুহূর্তে। দেশ স্বাধীন হলেও হয়নি মেয়েরা স্বাধীন , স্বাধীনতার লড়াই , ন্যায় বিচারের লড়াই । আমরা নারী আমরা সব পারি দরকারে আমরাও হিংস্র হয়ে উঠতে পারি । আমাদের হিংস্রতার কবলে পড়লে শেষ মানুষ নামী পশু। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের নানা জেলায় গ্রাম ও শহরাঞ্চলে চলছে সেই প্রতিবাদ কর্মসূচি। কলকাতার আর জি করের সামনে স্লোগান , মোমবাতি নিয়ে হাজির । গানে গানে আন্দলনে মেতে উঠে আর জি করে মেয়ে। মেডিক্যাল স্টুডেন্ট থেকে শুরু করে গোটা কলকাতার মানুষ আন্দোলনে যোগদান করে । শুধুই কি কলকাতা বর্ধমান , গুসকরা সব জায়গায় সরব মেয়েরা। কেউ হাতে প্ল্যাকার্ড, কেউ হতে লাঠি , কেউ আবার ভারতের জাতীয় পতাকা‌ নিয়ে উপস্থিত হয়েছিলেন। নির্যাতিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয় মোমবাতি জ্বালিয়ে। বক্তৃতা, গান, আবৃত্তির মাধ্যমে মেয়েদের রাত দখল প্রতিবাদ চলতে থাকে। জাতীয় পতাকা হাতে নিয়ে মশাল জ্বেলে রাস্তায় ধরে এগিয়ে যায় সেই প্রতিবাদ মিছিল চলে প্রায় ২-৩ ঘণ্টা।

শঙ্খধ্বনি দেন মা-বোনেরা। কিন্তু, তারপর সোশ্যাল মিডিয়াতে নিমিষে ভাইরাল হয়ে যায় এই আন্দোলনের কর্মসূচি।
বুধবার সন্ধ্যা থেকে খবর আসতে আরম্ভ করে শুধু পশ্চিমবঙ্গ নয় ভারত তথা বিশ্বের বিভিন্ন জায়গায় আন্দোলনে নামছেন মানুষ।

রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে আন্দোলনের ঝাঁঝ। শাস্তির দাবিতে মিছিল হয়েছে রাস্তায় রাস্তায়। চলতে থাকবে আরও বাড়বে যতদিন যাবে ,যতক্ষণ না দোষী শাস্তি পাচ্ছে । চলবে বিক্ষোভ ।

সম্পর্কিত পোস্ট