কংগ্রেস নয়, বরং আগামী দিনের জন্য মমতাকেই ভরসা প্রাক্তন মুখ্যমন্ত্রীর
দ্য কোয়ারি ওয়েবডেস্ক: পুর্বভারতের পর এবার পশ্চিম ভারতেও পাখির চোখ তৃণমুলের। একেবারে আরব আরব সাগরের পাড়ে শুরু হয়েছে ঘাসফুলের চাষ। সোমবার সকালেই মিলল তাঁর আভাস।
যখন কংগ্রেস ছাড়লেন নভেলিমের বিধায়ক এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী লুজিনহো ফেলেরিও। একই সময়ে তাঁর গলায় শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সুনাম।
তিনি বলেন, বাংলার নির্বাচনে নরেন্দ্র মোদিকে কড়া টক্কর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার ফর্মুলাতেই বাংলায় হার হয়েছে বিজেপির।
সোমবার কংগ্রেস ছাড়ার আগে এমনটাই জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী লুজিনহো ফেলেরিও। এমনকি মমতা একজন “স্ট্রিট ফাইটার” বলেও জনান তিনি।
রাজনৈতিক জীবনের নতুন ইনিংস শুরুর আগে ফেলেরিও বলেন, নভলীনের প্রত্যেকটি মানুষ আমার কাছে পরিবারের সদস্যের মতো। আমি সকলের আশীর্বাদ নিয়ে নতুন শুরু করতে চাইছি। গোয়ার মানুষকে আর দুর্দিন দেখতে হবে না।
এটা একপ্রকার নিশ্চিত যে তিনি তৃণমূলে যোগদান করতে চলেছেন। শোনা যাচ্ছে চলতি সপ্তাহেই কলকাতায় হতে পারে সেই যোগদান পর্ব।
ইতিমধ্যেই গোয়ায় উপস্থিত হয়েছে আইপ্যাকের টিম৷ প্রাথমিক পর্বের কাজ শুরু হয়েছে। গোয়ায় উপস্থিত রয়েছেন দুই সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং প্রসূণ বন্দ্যোপাধ্যায়। তাঁরা যে হোটেলে রয়েছেন সেই হোটেলে আরও কয়েকজন কংগ্রেস নেতার আনাগোনা শুরু হয়েছে।
এতে একেবারেই স্পষ্ট শুধুমাত্র ফেলেরিও নয়, আরও অনেকেই তৃণমূলে যোগদান করতে পারেন। সূত্রের খবর, মঙ্গলবার লুজিনহো ফেলেরিও সহ অন্যান্য নেতারা কলকাতায় আসবেন। এরপর তৃণমূল নেতৃত্বের সঙ্গে একপ্রস্থ বৈঠক সারবেন তাঁরা। এরপর গোয়ায় ফিরে তৃণমূলে যোগদান করবেন সকলে৷