আগে যারা টিকা নিয়েছেন তাদের টিকাকরণে অগ্রাধিকার দিতে চাইছে সরকার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পয়লা মে থেকে টিকাকরণ কর্মসূচিতে প্রথম ডোজ যাদের নেওয়া হয়ে গিয়েছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। শুক্রবার এক বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়ে দিল নবান্ন।
মূলত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পয়লা মে থেকে যেহেতু সমস্ত 18 ঊর্ধ্ব নাগরিকের টিকাকরণ শুরু হবে, তাই বিশৃংখলার সম্ভাবনা রয়েছে। কিন্তু কোথাও যাতে এই বিশৃঙ্খলা তৈরি না হয় সেই জন্য সাধারণ মানুষকে জানানো হল ভ্যাকসিনের যোগান অনুসারে 18 ঊর্ধ্বদের ভ্যাকসিন দেওয়া হবে।
তবে যেহেতু 45 ঊর্ধ্বরা ইতিমধ্যেই ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছে। তাই আগে তাদের দ্বিতীয় ডোজ দেওয়া হবে। তারপর ধাপে ধাপে বাকিদের ভ্যাক্সিনেশন চলবে।
নবান্নের তরফে এ দিন এও জানানো হয়েছে যে যারা বেসরকারি জায়গায় বা হাসপাতালে ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন তারাও চাইলে সরকারি হাসপাতালে ভ্যাকসিন নেওয়ার সুযোগ পাবেন।
গণতন্ত্রের উৎসবে বিপন্ন গণদেবতা, ক্ষমতার আস্ফালনে অন্ধ ‘ভিক্ষুক’-রা
এক্ষেত্রে দ্বিতীয় ডোজ তাদের বিনামূল্যে দেওয়া হবে। এবং 18 থেকে 44 বছর বয়সীদের টিকাকরণের কর্মসূচি ভ্যাকসিন উপলব্ধ হওয়ার পর চালু হবে। এক্ষেত্রে তারা কবে ভ্যাকসিন পাবেন তাও বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে।
বেসরকারি ক্ষেত্রেও কবে থেকে এদের ভ্যাক্সিনেশন কর্মসূচি চলবে তাও টিকা উপলব্ধ হওয়ার পর জানানো হবে। এই মুহূর্তে রাজ্যের ভাঁড়ারে করোনা প্রতিষেধকের অভাব রয়েছে। যে পরিমাণ প্রতিষেধক রাজ্য সরকারের হাতে রয়েছে তা দিয়ে 18 ঊর্ধ্ব মানুষের গণ টিকাকরণ কর্মসূচি চালানো সম্ভব নয়।