বিজেপি বিধায়কদের কেন্দ্রীয় নিরাপত্তা দেবে স্বরাষ্ট্রমন্ত্রক

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ টানটান উত্তেজনার মধ্যেই একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির 77 জন বিধায়ক জয়ী হয়েছেন। ভোট-পরবর্তী হিংসার কথা মাথায় রেখেই এবার প্রত্যেক বিধায়ককে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হলো বিজেপি তরফে।

ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই গোটা রাজ্য জুড়ে শাসকদলের বিরুদ্ধে বল্গাহীন সন্ত্রাসের অভিযোগ তুলেছে বিজেপি। ভাঙচুর করা হয়েছে বিজেপি কর্মীদের বাড়িঘর, লুটপাট চালানো হয়েছে। কোথাও কোথাও ধর্ষণের মতো অভিযোগ উঠে এসেছে তৃণমূলের বিরুদ্ধে।

এই পরিস্থিতিতে তাই বিধায়কদের নিরাপত্তা সুনিশ্চিত করতে চায় ভারতীয় জনতা পার্টি। এবারের বিধানসভা নির্বাচনে যারা প্রার্থী হয়েছিলেন কমবেশি প্রত্যেককেই কেন্দ্রীয় নিরাপত্তার ঘেরাটোপে রাখা হয়েছিল।

বিধায়ক নয়, সাংসদ পদে থাকছেন নিশীথ এবং জগন্নাথ

ভোট-পরবর্তী হিংসার কথা মাথায় রেখে 77 জন বিধায়ককে এই নিরাপত্তা দেওয়া হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে জানা গিয়েছে। তবে যদি কোন বিধায়ক না চান, সে ক্ষেত্রে তিনি নিরাপত্তা নাই নিতে পারেন।

উল্লেখ্য বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে 293 টি আসনে প্রার্থীদের কেন্দ্রীয় নিরাপত্তা দিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রক। সে নিরাপত্তা 10 মে প্রত্যাহার করে নেওয়ার কথা ছিল। ভোট-পরবর্তী হিংসার কথা সামনে রেখেই স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে আবেদন জানানো হয় গোটা মে মাস টায় যেন তাদের নিরাপত্তা বহাল থাকে।

আবেদনে সাড়া দেয় স্বরাষ্ট্রমন্ত্রক। প্রার্থীদের নিরাপত্তা মেয়াদ 31 শে মে পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট