জেইই এবং এনইইটির পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক, কেন্দ্রের কাছে আবেদন মমতার

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পরের সপ্তাহে সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা (জয়েন্ট-এন্ট্রাস মেইন) এবং ডাক্তারি প্রবেশিকা (নিট-ইউজি) পরীক্ষা হতে চলেছে। আর সোমবার ফের একবার কেন্দ্রের কাছে পরীক্ষা স্থগিত করার আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন জোড়া টুইট করে কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে, ছাত্রদের সুরক্ষার প্রশ্নে পরীক্ষা স্থগিত করার আবেদন জানান তিনি।

অন্যদিকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল আগেই। তারপর গত ২১ অগস্ট কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রক আরও কিছু আবেদনের ভিত্তিতে সিদ্ধান্ত জানিয়ে দেয়। মন্ত্রী রমেশ পোখরিয়াল স্পষ্ট করে বলেন, সাড়ে ছ’লক্ষের বেশি পরীক্ষার্থী তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলেছেন।

এখন আর পরীক্ষা পিছিয়ে দেওয়া কোনমতেই সম্ভব নয়।তাই বর্তমান করোনা পরিস্থিতির ভয়াবহতার কথা ও ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে ফের একবার মুখ্যমন্ত্রী টুইট করে বলেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সর্বশেষ ভিডিও কনফারেন্সেও আমি ইউজিসির সূচি অনুযায়ী কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ব্যাপারে আপত্তি জানিয়েছিলাম। কারণ এই সময়ে পরীক্ষা নেওয়া মানে ছাত্রছাত্রীদের বড়সড় ঝুঁকির সামনে ফেলে দেওয়া হবে।”

পড়ুয়াদের সুরক্ষার্থে জেইই-নিট পিছোনোর আর্জি মুখ্যমন্ত্রী করোনা আবহে আগেই বর্ষের পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার জেইই ও নিট-এর ক্ষেত্রেও কেন্দ্রের কাছে একই আর্জি জানান তিনি।

এরইমধ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক জানিয়েছে, জেইই মেন এবং নিট পরীক্ষা পিছিয়ে দেওয়া হবে না। সেই সিদ্ধান্ত পরিবর্তনের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকেও আর্জি জানানো হচ্ছে।

তারই প্রসঙ্গ ধরে তিনি এদিন এ বছরের সেপ্টেম্বরের মধ্যে জেইই ও নিট নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের নির্দেশিকার প্রেক্ষিতে পড়ুয়াদের জীবনের ঝুঁকির বিষয়টি মূল্যায়ন করে দেখা এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানানোর কথাও বলেন।

পাশাপাশি তিনি বলেন, ‘পড়ুয়াদের সুরক্ষার বিষয়টি অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। সব পড়ুয়াদের জন্য সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করাও আমাদের কর্তব্য।’

এছাড়াও গতকাল জেইই-নিট পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি।সম্প্রতি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং শিক্ষামন্ত্রী মনীশ শিসোদিয়াও আর্জি জানিয়েছেন কেন্দ্রের কাছে পরীক্ষা স্থগিত করার জন্য।

জেইই, নিটের নামে পড়ুয়াদের নিয়ে খেলছে কেন্দ্র। অবিলম্বে দুটি পরীক্ষাই বাতিল করা হোক।চলতি বছরে ভর্তির বিকল্প ব্যবস্থা করা হোক। কেন্দ্রের কাছে অনুরোধ দিল্লির শিক্ষামন্ত্রী মণীশ শিসোদিয়ার।

সম্পর্কিত পোস্ট