প্রয়াত পরিচালক ও অভিনেতা নিশিকান্ত কামাট

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রয়াত পরিচালক এবং অভিনেতা নিশিকান্ত কামাট। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন বলিউড এবং মারাঠি ছবির প্রতিভাবান ব্যক্তিত্ব। কিন্তু বিগত কয়েকদিন ধরে তার শারিরীক অবস্থার চরম অবনতি হয়। সোমবার হায়দ্রাবাদের এক হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন বছর ৫০ এর নিশিকান্ত। ৩১ শে জুলাই হায়দ্রাবাদের হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসকদের তরফে জানানো হয় তলপেটে যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা মায় পরিচালক।

কিন্তু গত কয়েকদিন ধরে জন্ডিসের সঙ্গে তার লিভার সিরোসিসেস অসুবিধে প্রবলভাবে বাড়তে শুরু করে। সোমবার সাড়ে দশটা নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

‘মুম্বই মেরি জান’, ‘দৃশ্যম’, ‘ফোর্স’, ‘মাদারি’ এবং ‘রকি হ্যান্ডসাম’ মত হিট ছবি বলিউডকে দিয়েছেন নিশিকান্ত। ‘রকি হ্যান্ডসাম’ ছবিতে দুর্ধর্ষ ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয় করেছেন বিক্রমাদিত্য মোটওয়ানি পরিচালিত ‘ভবেশ যোশী সুপারহিরো’ ছবিতেও।

পরিচালক হিসাবে নিশিকান্তের সেরা ছবি ‘মাদারি’, ‘দৃশ্যম’ এবং ‘ফোর্স’। ‘লাই ডারি’ নামের একটি মারাঠি ছবিও পরিচালনা করেন তিনি।

সম্পর্কিত পোস্ট