বৃহস্পতি-শুক্রে শপথ নেবেন বিধায়করা, শনিবার একদিনের অধিবেশনের ডাক রাজ্যপালের
দ্য কোয়ারি ডেস্ক: কোভিড পরিস্থিতিতে নিয়ম রক্ষায় আগামী শনিবার একদিনের জন্য বিধানসভার অধিবেশনের ডাক দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর।
ওই অধিবেশনেই স্পিকার নির্বাচন করা হবে। তার আগে বৃহস্পতি ও শুক্রবার বিধায়কদের শপথবাক্য পাঠ করাবেন পোর্টেম স্পিকের সুব্রত মুখোপাধ্যায়।
করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বুধবার কার্যত অনাড়ম্বর পূর্ণভাবে 213 টি আসন পেয়ে শপথ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড বিধি মেনে এবার প্রথম ভেঙে আলাদা আলাদাভাবে শপথ নেবেন বিধায়করা।
সূত্রের খবর বৃহস্পতিবার প্রথম ভাগে 74 জন বিধায়ক শপথ নেবেন। দ্বিতীয় ভাগে 69 জন বিধায়ক শপথ নেবেন। আবার শুক্রবার 74 জন বিধায়ক প্রথম দফায় শপথ নেবেন। দ্বিতীয় দফায় 74 জন শপথ নেবেন।
বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হলে শনিবার বিধানসভার অধিবেশন। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে একদিনের অধিবেশন ডেকেছেন রাজ্যপাল।
ঐদিন সমস্ত বিধায়কদের শংসাপত্র এবং পাসপোর্ট সাইজের ছবি আনতে বলা হয়েছে। এই দিনই বারুইপুরের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় আবারো স্পিকার হিসেবে দায়িত্ব নিতে পারেন বলে তৃণমূল সূত্রের খবর।