৭৫ দিনে সর্বনিম্ন দেশে কোভিড আক্রান্তের সংখ্যা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ টানা ৭৫ দিন পর দেশে সর্বনিম্ন দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা৷ স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী দেশে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৬০,৪৭১ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৫ লক্ষেরও অধিক।
গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২,৭২৬ জনের। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩,৭৭,০৩১ জনের৷ অনেকটা কমেছে দেশে সক্রিয় রোগীর সংখ্যা৷ দেশে এই মুহুর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৯,১৩,৩৭৮ জন। সংক্রমণের হার নেমেছে ৪ শতাংশের নীচে। গোটা বিশ্বে ১৭ কোটির অধিক মানুষ করোনায় আক্রান্ত হয়েছে।
করোনায় আক্রান্তের সংখ্যা কমতেই লকডাউন শিথিল করেছে দিল্লি, হরিয়ানা সহ একাধিক রাজ্য। পশ্চিমবঙ্গে বিধিনিষেধ জারি রয়েছে ৩০ তারিখ অবধি৷ করোনা তৃতীয় ঢেউয়ের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আগে থেকেই ব্যবস্থা নিচ্ছে সমস্ত রাজ্য। শিশুদের জন্য আলাদা করে বেডের ব্যবস্থা করা হচ্ছে হাসপাতালগুলিতে।
মঙ্গলবার মহারাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮,১২৯ জন। তামিলনাড়ুতে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ১২ হাজারের অধিক। কেরল এবং কর্ণাটকে দৈনিক আক্রান্তের সংখ্যা ৮ হাজারের আশেপাশে।
এখনও অবধি দেশের ২৫ কোটির অধিক মানুষ ভ্যাকসিন পেয়েছেন। চলতি বছরের শেষে দিকেই দেশের সমস্ত মানুষকে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। আগামী তিন দিন এক লক্ষ মানুষকে টিকা দিতে চাইছে সরকার।