করোনা আবহে বাজি বিহীন কালিপুজোর বার্তা মধ্যমগ্রাম প্রশাসনের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মধ্যমগ্রাম পৌরসভা ও মধ্যমগ্রাম থানার যৌথ উদ্যোগে আসন্ন কালীপুজো ও দীপাবলি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল মধ্যমগ্রাম পৌরসভার নজরুল মঞ্চে।
উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম বিধানসভার বিধায়ক তথা পৌর প্রশাসক রথীন ঘোষ,মধ্যমগ্রাম থানার আইসি পিনাকী রায়, মধ্যমগ্রাম পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য অরবিন্দ মিত্র ও নিমাই ঘোষ সহ মধ্যমগ্রাম থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা।
প্রতিবছরই এক বছর পর মধ্যমগ্রাম পুলিশ প্রশাসন দীপ সম্মান অনুষ্ঠানের মাধ্যমে মধ্যমগ্রাম বিধানসভার অন্তর্গত সেরা দুর্গাপূজা ও কালীপুজো উদ্যোক্তাদের পুরস্কার প্রদান করেন।
কিন্তু এবছর করণা মহামারীর কারণে দীপ সম্মান অনুষ্ঠান আয়োজিত করা সম্ভব হয়নি। আজ গতবছরের সেরা কালীপুজোর পুরস্কার উদ্যোক্তাদের হাতে তুলে দেওয়া হয় এবং সেরা দুর্গাপূজা পুরস্কার গুলি ক্লাবে ক্লাবে পৌঁছতে হবে বলে জানান মধ্যমগ্রাম থানার আইসি পিনাকী রায়।
http://sh103.global.temp.domains/~lyricsin/thequiry/no-maintenance-for-two-and-a-half-years-it-is-impossible-to-finish-the-work-in-36-hours-durgapur-barrage-disaster-in-the-state-artillery/
আসন্ন কালীপুজো ও দীপাবলি উপলক্ষে কি কি পদক্ষেপ গ্রহণ করা হবে তা একপ্রস্থ আলোচনা সেরে নেন মধ্যমগ্রাম পৌরসভা ও পুলিশ প্রশাসন। পাশাপাশি দূষণ প্রতিরোধে বাজিবিহীন কালী পূজা করার লক্ষ্যে এলাকার সমস্ত পুজোর সাংস্কৃতিক অনুষ্ঠান তুবড়ি প্রতিযোগিতা, শ্যামা পূজার উদ্বোধন থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত সব কিছু নিয়ম-কানুন ও নিয়মাবলী নিয়ে আলোচনা করা হয়।