রবিবার পর্যন্ত নাগাড়ে চলবে বৃষ্টি, অতিভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া দফতরের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নির্ধারিত সময়েই রাজ্যে প্রবেশ করেছে বর্ষা। আলিপুর আবহাওয়া দফতর থেকে আগেই আগামী কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জানানো হয়েছিল। বুধবার রাত থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হয়েছে বৃষ্টি।
নাগাড়ে বৃষ্টিতে জলমগ্ন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা। এর আগে অল্প বিস্তর বৃষ্টিতে ভিজছিল তিলোত্তমা। কিন্তু বুধবার রাতের বৃষ্টি সে সবকিছুকে ছাপিয়ে গিয়েছে।
মুষলধারে বৃষ্টিতে জল জমেছে শহরের সব প্রান্তেই। কোথাও হাঁটু জল। আবার কোথাওবা জল কোমর সমান জল। বেশ কয়েক ঘন্টা কেটে গেলেও জল নামেনি। আমহার্স্ট স্ট্রিট, সেন্ট্রাল এভিনিউ, ঠনঠনিয়া কালিবাড়ি, বড়বাজার, বেহালা, লেক গার্ডেনস -এর বেশ কিছু এলাকা এখনও জলমগ্ন।
রীতিমত ঘরবন্দি হয়ে রয়েছেন সাধারণ মানুষ। বুধবার থেকে কর্মক্ষেত্রে শিথিলতার কথা জানানো হলেো বুধবার রাতের বৃষ্টি সব বিশ বাঁও জলে। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, পাম্পিং স্টেশনগুলো খুলে দেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি জল নেমে যাবে।
অন্যদিকে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এই মরশুমের প্রথম ভারী বৃষ্টি এটি। এই আবহাওয়াই এখন বেশ কয়েকদিন চলবে। একইসঙ্গে আগামী ২-৩ ঘণ্টার মধ্য দুই বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আগামী ২-৩ ঘণ্টায় কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনার কিছু অংশেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হওয়ার কথা জানাচ্ছে আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার পর্যন্ত রাজ্যে বৃষ্টি চলবে।
মুকুল রায়ের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করল স্বরাষ্ট্রমন্ত্রক
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টি হবে। আবহাওয়া দফতর জানিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।
বৃহস্পতিবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ৬ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৮ শতাংশ।